<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব থানা হামলা, লুট ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে ছিল ডিএমপির বাড্ডা থানাও। এই থানার জব্দকৃত গাড়ি ও মামলার বেশির ভাগ আলামত পুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয় জব্দ করা ৬০০ বস্তা চাল, আসবাবসহ নানা সরঞ্জাম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো বাড্ডা থানার ভবনজুড়ে আগুনের ক্ষতচিহ্ন। সংস্কারকাজ চলছে। এই অবস্থায় অনেকটা ঘিঞ্জি পরিবেশে থানার কার্যক্রম চালানো হচ্ছে। গতকাল বুধবার  দুপুরে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্যের দেখা মেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="লুট হয়েছে ৬০০ বস্তা চাল মামলার আলামতও নষ্ট" height="93" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/19-09-2024/mk/kk-NEW-16-2024-09-19-05a.jpg" style="float:left" width="350" />দেখা যায়, থানার ছয়তলা মূল ভবনের বিভিন্ন ফ্লোরে নির্মাণ শ্রমিকরা কাজ করছেন। এ ছাড়া মূল ভবনের সামনের একচালা ভবনেও সংস্কারকাজ চলছে। ওসি এবং অন্যরা যেসব কক্ষে বসছেন, সেগুলোতে রং করে ধোয়ামোছা করে কোনো রকমে বসার উপযোগী করা হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় আসবাব দেখা যায়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিউটি অফিসারসহ সংশ্লিষ্ট অন্যরা থানায় আসা মানুষকে সেবা দিচ্ছেন। তবে বাইরে থেকে এখনো দেখলেই বোঝা যাবে, এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুরো ভবনের কোনো কক্ষে অফিসারদের নেমপ্লেট দেখা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার সামনে নেই চিরচেনা জব্দকৃত গাড়ির সারি। কারণ সেগুলো পুড়িয়ে দেওয়ার পর লুট করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাধিক পুলিশ সদস্য জানান, সরকার পতনের পর জনতার রোষানলে পড়ে অন্যান্য থানার মতো এই থানারও কিছু অস্ত্র লুট হয়ে যায়। এর মধ্যে একটি পিস্তল, তিনটি গ্যাস গানসহ মোট পাঁচটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ৫ আগস্ট বিকেল থেকে থানার মেসে পুলিশ সদস্যদের ট্রাংকে রাখা টাকা, কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া যখন পুলিশ কর্মবিরতিতে ছিল তখন ডাম্পিং গাড়িগুলোর পার্টস খুলে লুট করা হয়। প্রতিটি কক্ষের আসবাব, এসিসহ অন্য সরঞ্জামও লুট হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার দায়িত্বরত একজন সদস্য জানান, স্বাভাবিক সময়ের মতো অপারেশনাল কাজগুলো এখনো করা যাচ্ছে না। গোছাতে একটু সময় লাগবে। তবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানার ওসি সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লোকজন পুলিশি সেবা নিতে আসছে, আমরা নিয়মিত আইনি সেবা দিচ্ছি। সব অভিযোগ নেওয়া হচ্ছে, পরে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিচ্ছি।  স্থাপনাগুলোরও সংস্কারকাজ চলমান। আশা করি, সপ্তাহ দুয়েকের মধ্যে ক্ষতিগ্রস্ত সার্বিক দিক স্বাভাবিক হয়ে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলন ঘিরে এই থানায় কতটি মামলা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ১০টি রাজনৈতিক মামলা হয়েছে। এর মধ্যে সাতটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য নিয়মিত মামলাও এখন হচ্ছে।</span></span></span></span></span></p>