<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বনের রাজা সিংহ নিয়ে মানুষের মধ্যে একই সঙ্গে ভীতি ও আকর্ষণ দুটিই রয়েছে। সিংহের হিংস্রতার বহু উদাহরণের জন্য লোকে এর নৈকট্য এড়িয়ে চলে। তবে ভয়ডরহীন কিছু মানুষ সিংহের সংস্পর্শ উপভোগ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বন্য প্রাণী অভয়ারণ্যে একজন নারী সাদা একটি সিংহের সঙ্গে খুনসুটিতে মশগুল হয়েছিলেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের ভয়ডরহীনভাবে সাদা সিংহটির সঙ্গে আলিঙ্গন করছেন সামান্থা ফেয়ারক্লথ নামের এক নারী। সিংহটিও যেন ওই নারীর সাহচর্য বেশ উপভোগ করছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামান্থা অবশ্য সেবারই প্রথম সিংহের সংস্পর্শে যাননি। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে সিংহ, বাঘ ও চিতার অসংখ্য ভিডিও রয়েছে। তিনি নিজের ব্যাপারে লিখেছেন, বাঘ, সিংহ, চিতার সঙ্গে জীবন সুন্দর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিডিওটি দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাঁর নিঃসংকোচে সিংহের সঙ্গে সময় কাটানোকে বেশ পছন্দ করে প্রশংসায় ভাসিয়েছেন। আবার অনেকেই এর ঝুঁকির ব্যাপারে প্রশ্ন তুলে জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণীর সঙ্গে ওই নারীর সম্পর্ক সুন্দর এবং বিশেষ কিছু হিসেবে প্রশংসাকারীর সংখ্যাই বেশি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী লিখেছেন, আল্লাহ! দারুণ সম্মানজনক এবং এ ধরনের ক্ষমতাধর কারো সঙ্গে সখ্যের বিষয়টি দারুণ। আরেকজন লিখেছেন, সিংহটি খুবই সুন্দর। কিন্তু একই সঙ্গে ভয়ংকরও। সিংহটির মেজাজ বিগড়ে গেলে কী ঘটতে পারে? তৃতীয় একজন লিখেছেন, কী দারুণ সিংহ। ধবধবে সাদা সিংহটির প্রতি ভালোবাসা। এটা যে আকারের, একে সম্মান করা ছাড়া বিকল্প কিছু ভাবতে পারছি না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাদা সিংহ দক্ষিণ আফ্রিকায় দেখা গেলেও এটি বিরল প্রজাতির। সাদা সিংহের বর্ণ সোনালি থেকে প্রায় সাদা হতে পারে। এই রঙের পরিবর্তন তাদের টিকে থাকার কোনো অসুবিধা সৃষ্টি করে বলে মনে করেন না বিজ্ঞানীরা। প্রাপ্তবয়স্ক সাদা সিংহের ওজন ২৬০ থেকে ৫৫০ কেজি পর্যন্ত হয়। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>