<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে রাজপথসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে যানজট ও জনদুর্ভোগ হয়েছে। এ ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টিতে ঢাকার বাইরে ১০ জেলা খুলনা, রাজশাহী, কুমিল্লা, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, লালমনিরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও দিনাজপুরের হিলিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের খবর পাওয়া গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় গত বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। গতকাল দিনভর বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি মূল সড়কের নিচু অংশ এবং বিভিন্ন মহল্লার অলিগতিতে পানি জমে যায়। এতে কর্মজীবী মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ভাটারা এলাকার ছোলমাইদ এসি মসজিদের পাশের গলিতে থাকেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা আলী আকবর। সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে। আলী আকবর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অফিস গুলশানে। জমে থাকা পানিতে এত ময়লা-আবর্জনা যে পা রাখার সাহস নেই। কোনো রিকশাও পাচ্ছি না। পেলে অন্তত নতুনবাজার পর্যন্ত যেতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলী আকবরের মতো এমন সমস্যায় পড়ে নতুনবাজার পর্যন্ত আসা আরেক চাকরিজীবী ইব্রাহিম বিন হারুন। তিনি থাকেন নূরেরচালা এলাকায়। ইব্রাহিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙা রাস্তায় এমনিতেই রিকশাচালকরা আসতে চায় না, আর বৃষ্টি হলে তো কথাই নেই। কারণ রাস্তায় পানি জমে চলাচলে সমস্যা হয়। এতে নগরবাসীর দুর্ভোগ পৌঁছে চরমে। ৩০ টাকার ভাড়া ১০০ টাকায়ও তারা আসতে চায় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড্ডা পোস্ট অফিস গলি, মালিবাগ বাজার রোডেও পানি জমে আছে। পানি মাড়িয়েই দুপুরে কাজে বের হয়েছে স্থানীয় লোকজন। রুম্মন শেখ নামের এক ওষুধ ব্যবসায়ী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকালে বাসা থেকে বের হতে পারছিলাম না। এখন পানি কিছুটা কমেছে। তা-ও হাঁটু সমান পানি। দোকান না খুললে তো জীবন চলবে না। তাই কষ্ট হলেও দোকান খুলতে যাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতায় যানজট সামলাতে বেগ পেতে হচ্ছে। যেসব স্থানে সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল মেট্রো রেলের কাজ চলছে, খানাখন্দের কারণে এসব এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলাবদ্ধতার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন কালের কণ্ঠকে বলেন, কিছু এলাকায় বৃষ্টিতে পানি জমে আবার চলে গেছে। পানি যেতে যতটা সময় লেগেছে, ততক্ষণই জলাবদ্ধতা ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করেছেন। কোথাও কোথাও ড্রেনের মুখে ময়লা জমে বন্ধ হয়ে যায়। সেগুলো পরিষ্কার করার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ স্বাভাবিক হয়ে যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাফিক গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত দায়িত্বে (ট্রাফিক-উত্তরা বিভাগ) থাকা তারেক মাহমুদ গণমাধ্যমকে জানান, এখন তো নরমালি সড়কে ট্রাফিক চাপ বাড়ছে। তার মধ্যে বৃষ্টি আর জলাবদ্ধতা বড় সমস্যা তৈরি করছে। বেশি সমস্যা হচ্ছে প্রগতি সরণি, মহাখালী বাস টার্মিনাল, আমতলী, কাকলীতে।</span></span></span></span></p>