<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গতকাল তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গতকাল এ তথ্য দেন। তিনি বলেন, পল্লবী ও খিলগাঁও থানার আরো দুই মামলার এজাহারনামীয় আসামি ইমতিয়াজ সেলিম। এর বাইরে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ ও আদালত সূত্র জানায়, গতকাল সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেস ক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দেয়। তবে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান। এই ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি ইমতিয়াজ সেলিম নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এটি সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। ইমতিয়াজের সঙ্গে আর কারা জড়িত, তা উদ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‌</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি ফের আলোচনায় আসে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। সরকার পতনের আন্দোলনেও তারা অংশ নিয়েছিল বলে দাবি করেছিলেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম।</span></span></span></span></span></p> <p> </p>