<p>পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা ছাড়া কোনো দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি সম্ভব নয়। এ শিক্ষা কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছেন শিক্ষক। গতকাল শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী এফ করিম আলিম মাদরাসায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>মাসুদ সাঈদী বলেন, শিক্ষকের ওপরই নির্ভর করে একটি জাতির সুষ্ঠু গঠন, সুন্দর বিকাশ ও উন্নতি-অবনতির পারদ। শিক্ষকের হাতে গড়া ছোট্ট শিশুটিই একদিন পরিণত হয় নামকরা অফিসার, খ্যাতিমান ডাক্তার, যশস্বী প্রকৌশলী, অকুতোভয় সেনানায়ক, চৌকস সমরনায়ক এবং বিশ্বনন্দিত রাষ্ট্রনায়কে।</p> <p>মাসুদ সাঈদী বলেন, দুঃখের বিষয় হচ্ছে, মাছের যেমন পতন শুরু হয় মাথা থেকে, ঠিক তেমনি জাতির অধঃপতন শুরু হয় জাতির নেতারা তথা রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে যে উল্কার গতিতে তা পুরো জাতিকে ধ্বংসের দিকে তাড়িত করছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে মানহীন শিক্ষকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরূপ শিক্ষকের হাতে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী—কেউই নিরাপদ নয়।</p> <p>মাসুদ সাঈদী আরো বলেন, স্বীকার করতে দ্বিধা নেই যে আজকাল বিশ্ববিদ্যালয়ে পড়ানো অনেক শিক্ষকেরই নেই পর্যাপ্ত যোগ্যতা, উচ্চশিক্ষা, ব্যক্তিত্ব, গাম্ভীর্য ও স্বীকৃতি। কিছু শিক্ষকের রাজনৈতিক লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়েই কোমলমতি শিক্ষার্থীরা বইবিমুখ হচ্ছে। পড়ার টেবিলের পরিবর্তে ক্লাব এবং পানশালায় ফুর্তি করছে। বিদ্যালয় ফাঁকি দিয়ে রাস্তাঘাট ও পার্কে আড্ডা দিচ্ছে। হিরোইজম দেখাতে কিশোর গ্যাংয়ে নাম লেখাচ্ছে।</p> <p>মাসুদ সাঈদী বলেন, শিক্ষকদের প্রতি অবহেলা, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনার ফল এরই মধ্যে জাতি পেতে শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এখন মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের চর্চা বেড়েছে। ফলে সনদধারীর সংখ্যা বাড়লেও আলোকিত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। ইভ টিজিং, বুলিং, র‌্যাগিং, ধর্ষণ, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, শিক্ষার্থী নির্যাতন ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।</p> <p>বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখার সভাপতি মো. আবু সায়াদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জাল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা নির্বাচন বিভাগীয় সেক্রেটারি মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি সোহরাব হোসেন জুয়েল, শিক্ষক প্রতিনিধি তাওহিদুল ইসলাম প্রমুখ।</p> <p> </p>