<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তাঁর স্ত্রী ইশরাতুন নেছা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান বরাবর আবেদনটি করেন আইনজীবী মো. সুলতান মাহমুদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবেদনে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তাঁর ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন, যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। তাঁদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন ২০-এর ২৭ ধারায় মামলা দায়ের এবং তদন্ত শেষে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তাঁর দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত হোসেন কাদের মির্জার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আরজি জানানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁরা দেশে-বিদেশে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছেন। ওবায়দুল কাদের সেতুমন্ত্রী থাকা অবস্থায় তাঁর স্ত্রী ইশরাতুন নেছা কাদের এবং তাঁর ভাইয়েরা প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>