<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে চরম দারিদ্র্যের মধ্যে বাস করে চার কোটি ১৭ লাখ মানুষ। এর মধ্যে আবার ৬.৫ শতাংশের অবস্থা গুরুতর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে পৃথিবীতে চরম দারিদ্র্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির মোট ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। আর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক দরিদ্র মানুষের বসবাস পাকিস্তানে, যার সংখ্যা ৯ কোটি ৩০ লাখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪ : সংঘাতের মধ্যে দারিদ্র্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও ইউএনডিপি যৌথভাবে এসব তথ্য প্রকাশ করেছে। বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর জরিপ চালানো হয়। এতে ২০২২-২৩ বছর পর্যন্ত ১০ বছরেরও বেশি সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। যেখানে মানুষের পর্যাপ্ত আবাসন, শিশুরা কী হারে স্কুলে উপস্থিত হচ্ছে, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, ভোজ্য তেল ও পুষ্টিসেবা পাওয়ার ক্ষেত্রে কেমন ঘাটতি রয়েছে, তা বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশে দারিদ্র্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা ও স্বাস্থ্য। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ তথ্যমতে, দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ১৭ লাখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ইথিওপিয়ার আট কোটি ৬০ লাখ, চতুর্থ অবস্থানে থাকা নাইজেরিয়ার সাত কোটি ৪০ লাখ ও পঞ্চম স্থানে থাকা কঙ্গো প্রজাতন্ত্রের ছয় কোটি ৬০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বিশ্বের ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সেই হিসাবে চরম দারিদ্র্যে থাকা মানুষের প্রায় অর্ধেকই ভারত, পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রে বাস করে। চরম দারিদ্র্যের মধ্যে বাস করা প্রায় অর্ধেকই সংঘাতকবলিত দেশের বাসিন্দা। চরম দারিদ্র্যে থাকা জনগোষ্ঠীর ৮৩ শতাংশের বেশি বাস করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ায় ২৭ কোটি ২০ লাখ দরিদ্র মানুষ আছে, যাদের পরিবারে অন্তত একজন অপুষ্টিতে ভুগছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূচকে দেখা গেছে, দারিদ্র্যের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। চরম দারিদ্র্যে থাকা মানুষের মধ্যে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশুর বয়স ১৮ বছরের নিচে। এই সংখ্যা বিশ্বের মোট শিশুর ২৭.৯ শতাংশ। সংঘাতপূর্ণ দেশগুলোয় শিশুমৃত্যুর হার ৮ শতাংশ। অন্যদিকে শান্তিপূর্ণ দেশগুলোয় এই হার মাত্র ১.১ শতাংশ। আর বিশ্বের প্রাপ্তবয়স্ক মোট মানুষের ১৩.৫ শতাংশ চরম দরিদ্র্যের মধ্যে বাস করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>