<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে চরম দুর্ভোগে পড়ে রাজধানীর মানুষ। গতকাল বুধবার নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ সময় বন্ধ থাকায় এর প্রভাব পড়ে অন্যান্য সড়কেও। এতে রাজধানীর অনেক সড়কে তীব্র যানজট দেখা যায়। অনেক যাত্রীকে বাস-রিকশা থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা যায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সাত কলেজের সমস্যা নিরসনে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু উপদেষ্টার এই বক্তব্যে শিক্ষার্থীরা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। তাঁরা আগামী রবিবার ফের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড ও অনশন কর্মসূচি পালন করবেন বলে জানান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল তাঁরা সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাত কলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা হয়তো গণ-অনশন কর্মসূচিতে যাবেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারসহ প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইনে আলোচনাসভা করবেন বলে জানান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষা উপদেষ্টার বিবৃতি</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাত কলেজের সমস্যা নিরসনে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল তিনি এক বিবৃতিতে বলেন, সমস্যাটির শুরু হয়েছে কয়েক বছর আগে ঢাকার সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের মাধ্যমে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের উভয় পক্ষেরই সমস্যা তৈরি হয়েছে। সমস্যাগুলো জটিল এবং এগুলোর সুষ্ঠু সমাধান কী হতে পারে, তা বিবেচনায় ন্যূনতম কিছু সময়ের প্রয়োজন। এরই মধ্যে একটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানকে এককভাবে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষা উপদেষ্টা বলেন, এর মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনাও হয়েছে। দেশের সমস্যাসংকুল শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একজন আজীবন শিক্ষক হিসেবে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার সব সহানুভূতি আছে। কিন্তু মনে রাখতে হবে, রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাত্ক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই। এমতাবস্থায় শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p> </p>