<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবা মারা গেছেন ছোটবেলায়। মা মারা যান বছর পাঁচেক আগে। লেবাননপ্রবাসী নিজামকে ঘিরে নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখছিলেন ভাই-বোনেরা। ১২ বছর পর ভাই দেশে ফিরবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন খুশিতে তারা আত্মহারা। তাঁকে বিয়ে করানোরও পরিকল্পনা ছিল তাঁদের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বপ্ন ধরা দেওয়ার আগেই ভেঙে চুরমার। গত শনিবার ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন নিজাম। তাঁর লাশ পরিবারের কাছে ফিরবে কি না, ফিরলেও কবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, বৈরুতের হাজমিয়ে এলাকায় গত শনিবার বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। সেখানকার একটি হাসপাতালের হিমঘরে তাঁর লাশ রাখা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার রাতেই নিজাম উদ্দিনের মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, কসবা উপজেলার খাড়েরা গ্রামের মধ্যপাড়ায়। গতকাল রবিবার সেখানে গিয়ে দেখা যায়, পুরো গ্রাম শোকাবহ। ঘরের সামনেই দুই বোনসহ স্বজনদের বিলাপ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাড়েরা গ্রামের আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে নিজাম ছিলেন সবার ছোট। অভাব ছিল ওই পরিবারের নিত্যসঙ্গী। ২০১২ সালে সংসারের হাল ধরতে মাত্র ২০ বছর বয়সে লেবাননে পাড়ি জমান নিজাম। ধারদেনার বোঝা সাত লাখ টাকার। লেবাননে গিয়েও সুখ যেন অধরা। কথামতো কাজ না পাওয়ায় ভালো আয় ছিল না। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশেও আসতে পারছিলেন না। বছর পাঁচেক আগে মা মারা যাওয়ার খবর পেয়েও দেশে আসতে পারেননি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মা মারা যাওয়ার ছয় মাস আগে বাড়িতে তাঁকে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেন নিজাম। সেই ঘরের সামনেই বিলাপ করছিলেন বোন জাহেরা বেগম ও পারুল আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা জানান, আদরের ছোট ভাইকে ঘিরে স্বপ্ন বুনছিলেন তাঁরা। কিছুদিনের মধ্যে নিজামের দেশে আসার কথা ছিল, তারপর ভাইকে বিয়ে করানোর পরিকল্পনা ছিল তাঁদের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহেরা বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাইকে ঋণ করে বিদেশে পাঠিয়েছি। সেই ঋণ এখনো শোধ করতে পারিনি। শনিবার বিদেশ থেকে তার এক বন্ধু ফোন দিয়ে বলেছে, নিজাম মারা গেছে। এই খবরে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার ভাইয়ের লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাক্ষী হলো আমাদের এই গ্রাম। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি নিজাম উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিজানুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজামের পরিবারের সার্বিক খোঁজখবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আমরাও তাঁর পরিবারের সঙ্গে আছি। আশা করছি লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কসবার ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মোক্তার জানান, নিজামের লাশ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।</span></span></span></span></p>