<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকাল, দুপুর, সন্ধ্যা সময় যা-ই হোক না কেন, গতকাল মঙ্গলবার রাজধানীতে যানজট ছিল অসহনীয় পর্যায়ে। এমনও হয়েছে, আধাঘণ্টার পথ আড়াই ঘণ্টায়ও পাড়ি দেওয়া সম্ভব হয়নি। ঢাকার প্রায় সব এলাকায়ই এই যানজটের প্রভাবে নগরজীবন স্তব্ধ হয়ে যায়।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় যানজট ছিল ভয়াবহ। এসব সড়কের যানজটের প্রভাব পড়ে আশপাশের প্রধান সড়কগুলোতে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যানজটে পড়া নাগরিকদের ভোগান্তি। আজিমপুর এলাকা থেকে প্রেস ক্লাবে নিয়মিত যাতায়াত করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিকশায় আমার ২০-২২ মিনিট সময় লাগে, আজ প্রায় দেড় ঘণ্টায় এসেছি। শহীদ মিনারের সামনেই বসে থাকতে হয়েছে আধাঘণ্টা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিস্তান থেকে বাড্ডার উদ্দেশে যাত্রা করা কামাল মাহমুদের সঙ্গে কাকরাইল এলাকায় কথা হয়। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিস্তান থেকে কাকরাইল পর্যন্ত এসেছি ৪০ মিনিটে। বাকি পথে কী হবে আল্লাহ জানেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাসযাত্রী রহমান মিয়া কারওয়ান বাজার সিগন্যালে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণত ১০-১৫ মিনিটের মতো এই সিগন্যালে আটকে থাকতে হয়। কিন্তু আজ রাস্তায় এত মানুষ, গাড়ি সামনে এগোচ্ছেই না। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ফার্মগেট থেকে হেঁটে বাংলামোটরে এসেছেন বাশার খন্দকার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ বলা চলে। কোনো যানবাহন নড়ছে না। তাই হেঁটেই আসতে হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সড়কের যানজটের প্রভাব পড়েছে মেট্রো রেলে। গতকাল মেট্রো রেলে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। যাত্রীর চাপে অনেকেই প্রথম ট্রেনে উঠতে পারেননি। কয়েকটি ট্রেন ছেড়ে দিয়ে উঠতে হয়েছে। আবার যাত্রীরা বিকল্প পথ হিসেবে মিরপুরের সড়কটি ব্যবহার করেছেন। মেট্রোতে চড়ে মিরপুর ও উত্তরা গিয়ে সেখান থেকে বাসে নিজ গন্তব্যে যাচ্ছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্টন থেকে কুড়িল যাওয়ার কথা মোহাম্মদ হাসানের। বাসে চলে যাবেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন ভাবনা থাকলেও সড়কের অবস্থা দেখে পরিকল্পনায় বদল এনেছেন। পরে মেট্রোতে করে মিরপুর-১১ নম্বর চলে যান। সেখান থেকে বাসে চলে এসেছেন বারিধারা।  </span></span></span></span></p>