<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনে গত ৭০ বছরের বেশি সময় ধরে আয়োজন হয়ে আসছে কৃষি যন্ত্রপাতির মেলা। সারা পৃথিবী থেকে কৃষিযন্ত্র উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ীসহ লাখো পর্যটক আসেন এই মেলায় অংশ নিতে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চায়না অ্যাগ্রিকালচারাল ম্যাকানাইজেশন অ্যাসোসিয়েশন, চায়না অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার এবং চায়না অ্যাগ্রিকালচার মেশিনারিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এবার  চীনের চাংসায় দুই লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই মেলা বসে। চাংসার আন্তর্জাতিক এক্সপো সেন্টারে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিন দিনের প্রদর্শনীজুড়ে ছিল নানা কর্মকাণ্ড। বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম,  গবেষণাপত্র উপস্থাপনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, কৃষিযন্ত্র ব্যবসায়ী, সমপ্রসারণকর্মী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী। স্টলে স্টলে এবার লক্ষ করার মতো ছিল স্মার্ট কৃষি প্রযুক্তির অংশগ্রহণ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলবায়ু পরিবর্তন, যুদ্ধবিগ্রহের মতো বৈশ্বিক সংকট নেতিবাচক প্রভাব ফেলছে কৃষি কার্যক্রমে। শহরের আগ্রাসনে কমে যাচ্ছে গ্রাম। কৃষিবিমুখ হচ্ছে নতুন প্রজন্ম। তাই কম সময়ে স্বল্প লোকবল নিয়োগ করে সীমিত ভূমি থেকে বেশি উৎপাদন করতে প্রতিনিয়ত কাজ চলছে যান্ত্রিক কৃষির উৎকর্ষ নিয়ে। বৈশ্বিক কৃষিযন্ত্রের সঙ্গে কৃষক ও কৃষি বাণিজ্যে জড়িতদের পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর চীনে এই মেলার আয়োজন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমনটাই বলছিলেন ক্যামডার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের প্রধান আলেকজান্ডার সান। মেলার চত্বরে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলেকজান্ডার সান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর মেলায় অংশ নিয়েছে প্রায় তিন হাজার ম্যানুফ্যাকচারার কম্পানি। এ ছাড়া ৫০ হাজারের মতো ব্যবসায়ী আর লাখ লাখ উদ্যোক্তা পর্যটক এসেছেন।  চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে এবারের প্রতিপাদ্যে স্মার্ট কৃষির কথাই বলা হচ্ছে। মেলায় অটোমেটিক ট্রাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত মেশিনারিজ রয়েছে প্রচুর পরিমাণে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষি শিল্পায়নে প্রয়োজনীয় বিশালাকারের যন্ত্রপাতির পাশাপাশি মেলায় ছিল ক্ষুদ্র আকারে কৃষির জন্যও নানা উপকরণ। এক্সপো সেন্টারের বিশাল প্রান্তরজুড়ে বিভিন্ন স্টলে ক্রেতা ঘুরে ঘুরে খুঁজে নেন নিজেদের দরকারি উপকরণ। মেলায় বাংলাদেশ থেকে যাওয়া অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। সেখানে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট আলিমুল এহসান চৌধুরী। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীন সরকার নীতি সহায়তা দিয়ে যেভাবে তাদের কৃষিযন্ত্র উৎপাদন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা আমাদের জন্য অনুসরণীয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছর মেলায় বাংলাদেশের কৃষিযন্ত্র ম্যানুফ্যাকচারার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ওলিউল্লাহ খুঁজছিলেন মুগ ডাল ভাঙানোর মেশিন। এবার দেশে বন্যা পরিস্থিতিতে যখন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেখে তিনি খুঁজছেন কী করে কম সময়ে ঘরোয়া পরিবেশে চারা উৎপাদন   করা যায় এমন একটি যন্ত্রের। খুঁজতে খুঁজতে পেয়েও গেলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলার তৃতীয় দিন দেশ-বিদেশের সাংবাদিকদের কাছে এবারকার মেলার সার্বিক দিক তুলে ধরেন ক্যামডার শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তাঁরা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। ক্যামডার চেয়ারম্যান ফ্যান জিয়ান হুয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা পৃথিবীতেই কৃষিকাজে যন্ত্র ব্যবহারের চাহিদা বাড়ছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, এশিয়ায় যে পরিমাণ ট্রাক্টর ব্যবহার করা হয় তার অর্ধেকই কিন্তু চীনে উৎপাদিত। বাংলাদেশেও কৃষিযন্ত্রের বাজার প্রসার হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যামডার ভাইস চেয়ারম্যান ছেন টাও বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই মেলা ইতিহাস তৈরি করেছে সবচেয়ে বেশি অংশগ্রহণকারীর দিক থেকে। আমাদের সরকার কৃষিযন্ত্রপাতি নির্মাণে বেশ আন্তরিক। এই মেলার মাধ্যমে আমরা কৃষিযন্ত্র উৎপাদনকারী ও ব্যবহারকারীদের মধ্যে যোগসূত্র তৈরি করে দিই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সময়ের প্রয়োজনে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে বিশ্বের কৃষি ব্যবস্থাপনা ও উৎপাদন কৌশল। খাদ্য নিরাপত্তার প্রশ্নে প্রতিটি রাষ্ট্রই উদ্যোগী হচ্ছে স্মার্ট কৃষির বিকাশে। পরিবর্তিত কৃষি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি কৌশল নিয়ে গবেষণা ও যান্ত্রিক উৎকর্ষে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে চীনের মতো দেশগুলো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশকেও হাঁটতে হবে সামনের দিকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>