<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপানের ফুজি পর্বতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে। চলতি মৌসুমের প্রথম তুষারপাত এটি। ১৩০ বছর আগে রেকর্ড রাখা শুরুর পর সেখানে তুষারপাতে এতটা দেরি হয়নি কোনো বছর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবছর অক্টোবরের শুরুর দিকেই ব্যাপক হারে তুষারপাত শুরু হয় ফুজি পর্বতে। কিন্তু এ বছর তুষার পড়ার জন্য ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হলো অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া বিরাজ করার কারণে। অথচ গত বছর ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছিল তুষারপাত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল জাপানের স্থানীয় গণমাধ্যমগুলো কোফুর স্থানীয় আবহাওয়া অফিসের বরাতে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ফুজি পর্বতের শিখর তুষারে ঢেকে যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সময় গতকাল সকাল ৭টার দিকে শিজুওকা ও ইয়ামানাশি অঞ্চলের তিন হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগের দিন বুধবার কিছু স্থান থেকে তুষারপাত দেখা গেছে। কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে যাওয়ায় তুষারপাতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি কোফু পর্যবেক্ষণ কেন্দ্র।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপানে এ বছর উষ্ণতম গ্রীষ্মকাল কেটেছে। গত জুন ও আগস্টে অন্য বছরগুলোর গড় তাপমাত্রার চেয়ে ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সেপ্টেম্বর মাসও ছিল অন্যান্য বছরের একই সময়ের তুলনায় উষ্ণ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপানের আবহাওয়া বিভাগ গত সেপ্টেম্বরে জানিয়েছে, প্রায় এক হাজার ৫০০ স্থানে দিনের তাপমাত্রা অত্যধিক উষ্ণ ছিল। এসব স্থানে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল তাপমাত্রা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত অক্টোবরে সেখানে গরম কিছুটা কম হলেও অন্যান্য বছরের তুলনায় বেশ উষ্ণ ছিল আবহাওয়া। ৬ নভেম্বর পর্যন্ত ফুজি পর্বতে তুষারপাত না হওয়ায় ১৮৯৪ সালের রেকর্ড শুরুর পর বিরল ঘটনা ঘটেছে। এর আগে ১৯৫৬ ও ২০১৬ সালে তুষারপাতের জন্য ২৬ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেছিল ফুজি পর্বত। এবার নতুন রেকর্ড তৈরির পর বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেরিতে তুষারপাতের ঘটনা ঘটেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী টোকিও থেকে দক্ষিণ-পশ্চিমে ফুজি পর্বত বা মাউন্ট ফুজির অবস্থান। তিন হাজার ৭৭৬ মিটার উচ্চতার ফুজি পর্বত সে দেশে সবচেয়ে উঁচু। সেখানকার আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছর আগে উদগিরণ হয়েছে। প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক ফুজি পর্বতে আরোহণ করেন। গত বছর জুলাই ও সেপ্টেম্বরে দুই লাখ ২০ হাজারের বেশি পর্যটক ফুজি পর্বতে গেছেন। কিন্তু তুষারপাত না হওয়ার কারণে এ বছর পর্যটকের উপস্থিতি কম। সূত্র : বিবিসি</span></span></span></span></p>