<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু নির্বাচনের জন্য দেশের প্রায় দুই হাজার মানুষ জীবন দেয়নি। ১৬ বছর ধরে সব সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে। যে সিস্টেমগুলো সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সেগুলোর যৌক্তিক সংস্কারের পরই দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রের সব কিছু সংস্কারের পর নির্বাচন, এমন কোনো চাওয়া নেই জানিয়ে সারজিস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা কখনোই বলছি না, রাষ্ট্রের সব কিছু সংস্কার করে তারপর নির্বাচনে যান। বলছি না পাঁচ-ছয় বছরে আপনারা এই সংস্কার করে তারপর নির্বাচনে যান। কিন্তু কমপক্ষে স্ট্যান্ডার্ড একটা সময় তো লাগবে। কোনো বিবেকবান মানুষ চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সব কিছু সংস্কার হয়ে যাবে। এটা কখনোই সম্ভব নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার শুধু ২১ জনের সরকার না, অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, সমর্থন দিয়েছিল তাদের সবার সরকার। তাই এই সরকারের সংস্কারের পূর্ণ অধিকার রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারজিস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আজকে যদি দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর ন্যূনতম সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই নির্বাচন কমিশন ওটাও তো একটা সিস্টেম এবং গত ১৬ বছরে সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল ওই নির্বাচন কমিশন। আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটা ভোটার তালিকা দিলেন আর কমিশনের, প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন, জনবল সেট করে তালিকা পাঠালেন, এভাবে তো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু নির্বাচন কমিশন সংস্কার করলেই হবে না মন্তব্য করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটা স্থিতিশীল পর্যায়ে আসতে হবে। তা না হলে আপনি নির্বাচনকেন্দ্রগুলোতে আবার জবরদখল দেখবেন। সেই জবরদখল, ক্ষমতার অপব্যবহার আমরা দেখতে চাই না, সে যেই হোক না কেন। পাশাপাশি এই নির্বাচনকেন্দ্রিক ইস্যুগুলোকে নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তার জন্য বিচারিক প্রক্রিয়ারও সংস্কার প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারজিস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইকোর্টে এখনো এমন কিচু দোসর ফ্যাসিস্টরা বসে আছে, যারা তাদের যোগ্যতায় নয়; বরং এ জায়গায় গিয়েছিল তোষামোদী আর তেলবাজি করে। তাদেরকে সেই জায়গা থেকে অপসারণ এবং যোগ্যদের ওই জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ জন্য সময় প্রয়োজন জানিয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ন্যূনতমও যদি চিন্তা করি, এই যে ১৬ বছর ধরে কিংবা বিগত ৫৩ বছর ধরে যে সংবিধান এই বাংলাদেশের মানুষকে পাঁচ বছরের জন্যও জনতার সরকার উপহার দিতে পারেনি। অনেক বড় বড় ইশতেহার দিয়ে নির্বাচন করে, তারপর ক্ষমতায় আসার কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে ভুলে যায় তারা জনগণের সরকার। যে সংবিধান আমাদের অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানে পুরো বাংলাদেশের ছাত্র-জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি, এই সংবিধানিক যে সংস্কার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটিও প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বড় রাজনৈতিক দলগুলো নয়, বরং ছাত্র-জনতা নামায় এই অভ্যুত্থান হয়েছে মন্তব্য করে সারজিস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিস্ট হাসিনাকে ১৬ বছরে বাংলাদেশের নামিদামি বড় বড় দলগুলো মিলে বিন্দুমাত্র টনক নড়াতে পারেনি। সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে উপস্থিত ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। </span></span></span></span></p>