<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অস্তিত্ব বিলীন হওয়া আওয়ামী লীগ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ নানা বেশ ধরে রাজনীতিতে সক্রিয় হতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার গুলশান কার্যালয়ে সিঙ্গাপুর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে কর্মসূচি করার যে ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি এ প্রতিক্রিয়া জানান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমীর খসরু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমস্যা হচ্ছে, যখন দেশের মানুষ আপনাকে বিতাড়িত করে, তখন আপনি একেক সময় একেক কাভারে আসতে চান। কোনো কোনো সময় হিন্দু-মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় হিন্দুদের ওপরে নির্যাতনের চিত্র নিয়ে আসবেন। আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। আসলে যাদের এখন অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তারা অন্য কোনো বেশে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্য। কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছাল, এটা তারা নিজেরাই প্রমাণ করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির এই নীতিনির্ধারক বলেন, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের নিজের দেশে ফিরে আসতে হলে সেই সাহস ও সমর্থন লাগে। সেটা তো নাই, সেটা তো হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ।</span></span></span></span></p>