<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ক্রোনি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালালে কয়েকটি কারখানায় সাময়িক ছুটির ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার সকাল ৮টার দিকে বিসিক শিল্পনগরীর শাসনগাঁওয়ের অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামে। তাদের অবরোধের কারণে পঞ্চবটী-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মুন্সীগঞ্জ থেকে এই রুট দিয়ে ঢাকায় যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবন্তী কালারটেক্সের মালিকের নাম আসলাম সানি। তিনি বিকেএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরেজমিনে গিয়ে জানা যায়, কারখানাটিতে পাঁচ হাজারের বেশি শ্রমিক কর্মরত ছিল। সোমবার সকালে কয়েক শ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় অবন্তী কালারটেক্সের শ্রমিকরা ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে আনার চেষ্টা করে। তারা কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করে। শ্রমিক আন্দোলনের কারণে বিসিকের ৩০টি কারখানা সাময়িক ছুটি ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবন্তী কালারটেক্সের সুইং সেকশনের শ্রমিক জাহানারা বেগম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বছর থেকে এই কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি শুরু করে। গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া। অনেকের কাছে আমরা গেছি, কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আসমা আক্তার নামের আরেক পোশাক শ্রমিক জানান, মালিকপক্ষ তাঁদের বকেয়া পরিশোধে টালবাহানা করছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে। তবে সব কারখানায় কাজ নেই। বিসিকের বাইরের একটি গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের কারণে বিসিকের বেশির ভাগ কারখানা লাঞ্চের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আন্দোলনের নেতৃত্ব দেওয়া শ্রমিক আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা করেছি। সকালে বকেয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলেও দুপুরে ১টার দিকে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বুঝিয়েসুজিয়ে বেশির ভাগ শ্রমিককে সরিয়ে দেয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবন্তী গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দিতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে জানতে অবন্তী কালারটেক্সের মালিক আসলাম সানিকে একাধিকবার কল করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুুদুল হক বলেন, বিষয়টি সমাধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঙ্গে শ্রমিকদের কথা হয়েছে। তাদের বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে গেছে। বিষয়টি অতি দ্রুত কিভাবে সমাধান করা যায় এ নিয়ে মঙ্গলবার দুপুরে বিভিন্ন পক্ষের সঙ্গে আবারও বৈঠক করা হবে বলে জানান তিনি।</span></span></span></span></span></p> <p> </p>