<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রানীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা আহাদকে আহত অবস্থায় উদ্ধার করে রানীনগর হাসপাতালে ভর্তি করেছে। তিনি উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসাধীন সাংবাদিক আহাদ জানান, এলাকায় ডিস-ইন্টারনেটের ব্যবসায় তিনি একজন অংশীদার। মঙ্গলবার রাতে কে বা কারা ডিস-ইন্টারনেটের তার কেটে দিলে তার প্রতিবাদ করেন তিনি। গতকাল সকালে মোটরসাইকেল নিয়ে তিনি হরিশপুর মোড়ে পৌঁছলে তাঁর ওপর হামলা চালিয়ে বেদম মারধর করা হয়। এই হামলা হয় তুহিন হোসেনের (২৬) নেতৃত্বে। তুহিন নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ। তবে অভিযুক্ত তুহিনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বিষয়ে রানীনগর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় উপজেলা ও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>