<p>বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রশিক্ষণ শেষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২০ নারীকে উপহার দেওয়া হয়েছে সেলাই মেশিন। গতকাল তাঁদের হাতে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে আবেগে আপ্লুত নারীরা সংসারে সচ্ছলতা ফেরানোর আশা করছেন। এদিকে বসুন্ধরা শুভসংঘ রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ছাড়া কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সচেতনতামূলক সভা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : </p> <p><img alt="শায়েস্তাগঞ্জে ২০ নারী পেলেন সেলাই মেশিন" height="234" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/15-11-2024/875444.jpg" style="float:left" width="346" />হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চর হামুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হোসনে আরা স্বর্ণা। স্বামী-সন্তান নিয়ে প্রতিটি ক্ষণ তাঁকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তবে হাল ছাড়েননি তিনি। নানা ঝড়ঝাপটা সামলে তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। পড়ছেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে। নিয়েছেন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের সেলাই প্রশিক্ষণ। এতে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গেছে। এর পরে বিনা মূল্যে সেলাই মেশিন পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আবেগে আপ্লুত স্বর্ণা বলেন, ‘এখন আমি সেলাইয়ের কাজ করে স্বামী-সন্তান নিয়ে অনেক ভালো থাকব। একই সঙ্গে লেখাপড়াও চালিয়ে যাব।’</p> <p>স্বর্ণার মতো শায়েস্তাগঞ্জ উপজেলার ২০ দরিদ্র নারীকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। গতকাল এই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। জহুর চান বিবি মহিলা কলেজে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন শাজহালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজবা উদ্দিন।</p> <p>বক্তব্য দেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কলেজের প্রভাষক মো. শাহীন মিয়া, প্রভাষক আরিফুর রহমান, গভর্নিং বডির সদস্য শাহজাহান মিয়া, অফিস সহকারী রুবেল মিয়া,  শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন রনি, নাছির হোসাইন, সৌরভ মিয়া, শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার সভাপতি সোহানা সাবরিন জারা, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমি প্রমুখ।</p> <p>গোপালগঞ্জ : বসুন্ধরা শুভসংঘ রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ক্যাম্পাসে আয়োজন করা হয় বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়। বসুন্ধরা শুভসংঘ রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ শাখার উপদেষ্টা ও কলেজের প্রতিষ্ঠাতা পর্শিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রিজেন্ট কলেজের প্রভাষক সুজন দাস উপস্থিত ছিলেন।</p> <p>বসুন্ধরা শুভসংঘ রিজেন্ট কলেজ, গোপালগঞ্জ শাখার এই আয়োজন সফল করতে সহযোগিতা করেন শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান সিহাব, রুবাইয়া খানম ও নাঈমা তাসনিস সুজানা। এ ছাড়া উপস্থিত ছিলেন রিজেন্ট কলেজ, গোপালগঞ্জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীপংকর মণ্ডল, প্রভাষক সাইদুর রহমান, অমৃত বালা, সৌরভ বসু, সাথী হালদার, বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, অয়ন সাহা, সুমি খানম, শাহানা আক্তার প্রমুখ।</p> <p>রাঙ্গাবালী (পটুয়াখালী) : কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সচেতনতামূলক সভা করা হয়েছে। গতকাল বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী শাখার উদ্যোগে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী শাখার সমন্বয়ক এম সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা জাগোনারীর লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহিন আহম্মেদ, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের  জলবায়ু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের কো-অর্ডিনেটর মোহসীন তালুকদার এবং ভার্কের ফিল্ড ফ্যাসিলিটেটর শামিমা আক্তার।</p> <p>আলোচনাসভায় উপস্থিত ছিলেন জাগোনারীর লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল কাদের, সাংবাদিক এম এ ইউসুফ আলী, তুহিন রাজ ও জায়ান আহম্মেদ রবিন, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক হাবিবা বেগম, উম্মেহানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক ঝিলাম তাওহীদ।</p> <p> </p>