<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নারায়ণগঞ্জের রূপগঞ্জের</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> পূর্বাচল উপশহরের লেকে পাওয়া সাত টুকরা করা মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার অভিযোগে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে এক নারীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের জের ধরে ওই নারী জসিমকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এই তথ্য জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা গেছে, জসিম উদ্দিন মাসুম নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডায়িং ফ্যাক্টরিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তিনি ফতুল্লার সস্তাপুর এলাকার মৃত হাজি আলেক চান বেপারীর ছেলে। বর্তমানে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় সপরিবার থাকতেন। আর গ্রেপ্তার নারীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংবাদ সম্মেলনে এসপি প্রত্যুষ কুমার বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ১০ নভেম্বর বিকেল থেকে জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে ওবায়দুল ইসলাম শিবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গুলশান থানার জিডির সূত্র ধরে আমরা এই ভুক্তভোগীর পরিচয় জানতে পারি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যুষ কুমার বলেন, গ্রেপ্তার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁর সঙ্গে ব্যবসায়ী জসিমের প্রেমের সম্পর্ক ছিল। এর পাশাপাশি অন্য এক নারীর সঙ্গে মাসুমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে গ্রেপ্তার নারী রাগে-ক্ষোভে মাসুমকে খুন করেন। গত ১০ নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়ায় এই ঘটনা ঘটে। সেখানে একটি ভাড়া বাড়িতে তাঁরা একত্র হতেন। গ্রেপ্তার নারী জসিমকে প্রথমে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তিনি চাপাতি দিয়ে জসিমের গলা কেটে মরদেহ টুকরা টুকরা করেন। টুকরাগুলো পাঠাও ও সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বিভিন্ন স্থানে ফেলে দেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এসপি জানান, ওই নারী ছাড়াও সন্দেহভাজন আরো দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ওই নারীর দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, একটি হ্যাকস ব্লেড এবং পরিহিত সাফারি ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের (কুড়িল-কাঞ্চন সড়কের পাশে) একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো একজনের সাত টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জসিম উদ্দিনের ছেলে ওবায়দুল ইসলাম শিবু গুলশান থানায় করা জিডিতে বলেন, গত ১০ নভেম্বর বিকেল ৪টার দিকে গুলশান-২-এর ল্যান্ডভিউ এলাকায় তাঁদের গাড়ির চালক জসিম উদ্দিনকে নামিয়ে দেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। </span></span></span></span></span></p> <p> </p>