<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা ১৭টি বছর খুন, গুম-রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে। তাদের এই পতনের মধ্যে রয়েছে জালিমদের জন্য শিক্ষা। আমরা আশা করি, ভবিষ্যতে যে বা যাঁরাই ক্ষমতায় আসবেন তাঁরা খুনি হাসিনার পতনের কারণ এবং তাঁর করুণ পরিণতি স্মরণে রাখবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কক্সবাজারের চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বৈরাচার হাসিনার জুলুমের বর্ণনা দিয়ে মাসুদ সাঈদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার দুঃশাসন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭২-</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭৫ সালের দুঃশাসনকেও ছাড়িয়ে গিয়েছিল। ফ্যাসিষ্ট খুনি শেখ হাসিনার নির্যাতন আল্লাহ তাআলা সহ্য করেন নাই। অবশেষে যেদিন তাঁকে পাকড়াও করেছেন, সেদিন হাসিনা বাড়া ভাতটুকুও খেতে পারেননি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোরআনি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সমমনা দল ও গ্রুপের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়োপযোগী পদক্ষেপ নেওয়া আবশ্যক উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাসুলে কারিম (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদের মাধ্যমে যাদের সঙ্গে ঐক্য করেছিলেন তারা সবাই আল্লাহর রাসুলের রেসালাতে বিশ্বাসী ছিল না। কোরআনি আইন প্রতিষ্ঠা সেই ঐক্যের মূলমন্ত্রও ছিল না। সেই ঐক্য হয়েছিল মদিনাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রতিশ্রুতির ভিত্তিতে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলহাজ হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এবং আলহাজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় তাফসির মাহফিলে উদ্বোধনী বক্তব্য দেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা মুসা বিপ্লব ও স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি হাসানুজ্জামান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, জৈনপুরী দরবার শরিফের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. এনায়েতুল্লাহ আব্বাসী তাঁর আলোচনায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল্লাহ তাআলা অস্বাভাবিক পদ্ধতিতে ইসলাম কায়েম করে দেন না। তিনি তখনই মুসলমানদের সাহায্য করেন যখন মুসলমানরা দ্বিন কায়েমের জন্য চেষ্টা করে। মুসলমানদের মধ্যে কোরআনি সমাজ প্রতিষ্ঠার ভিশন থাকতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফিলে আরো তাফসির করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন হেলালী,  চিরিংগা জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন।</span></span></span></span></p>