<p><span style="color:#e74c3c"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের টাউন হল মাঠে শুরু হয়েছে বইমেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজন করেছে মেলাটি। সব বয়সী মানুষের পদচারণেমেলায় তৈরি হয়েছে প্রাণচঞ্চল পরিবেশ</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হেমন্তের পড়ন্ত বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠটি এখন সব বয়সী মানুষের পদচারণে প্রাণচঞ্চল হয়ে ওঠে। বইয়ের টানে মেলার পানে ছোটে উৎসাহী পাঠক আর দর্শনার্থীরা। সন্ধ্যা নাগাদ জমে ওঠে ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলীদের ভিড়। মেলার আমেজে ফুটে ওঠে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনন্তযৌবনা বইয়ের আবেদন এখনো অম্লান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজন করেছে এ বইমেলা। চলবে আট দিন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহের সভাপতি আব্দুর রব মোশাররফ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রিদওয়ান হোসেন সাগরের বাবা আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলার আশপাশে রয়েছে সরকারি আনন্দ মোহন কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে শিক্ষার্থীদের আবাস। তারা অনেকে মেলায় আসছেন। মেলায় গিয়ে এসব শিক্ষার্থীকে বই কিনতে এবং বন্ধুদের নিয়ে গল্প করতে দেখা গেছে। প্রবীণের পাশাপাশি মা-বাবার সঙ্গে শিশুরাও এসেছে। অনেকে ছবি তুলছে, কেউ বা করছে ফেসবুক লাইভ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলায় প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য-গীতের পাশাপাশি থাকছে কবিতা আবৃত্তি, আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থী ও শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলায় কথা হয় মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রুমানা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ঘুরে ঘুরে বই দেখছেন, ভালো লাগলে কিনে নেবেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলার দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্টলে থাকা কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বলেন, মেলায় দর্শনার্থী উপস্থিতি ভালোই। তিনি জানান, তাদের স্টলে ইতিহাস ও প্রবন্ধের বই বেশি বিক্রি হচ্ছে। এ পর্যন্ত ৭০টির মতো বই বিক্রি করেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পাঞ্জেরী পাবলিকেশনসের আসিফ আহম্মেদ বলেন, গত বছরও তিনি এই মেলায় ছিলেন। গত বছরের তুলনায় এবার বই বিক্রি একটু কম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কথা প্রকাশের রাজু আহম্মেদ বলেন, তাদের স্টলে বিক্রি ভালোই। এ পর্যন্ত দুই শর মতো বই বিক্রি হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তারুণ্যের আড্ডা স্টলে কথা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হায়দার আলীর সঙ্গে। তিনি বলেন, তাদের স্টলে বই বিক্রির পাশাপাশি মেলার অন্যান্য স্টলের বই সম্পর্কেও পাঠকদের ধারণা দিচ্ছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাবুই প্রকাশনীর তানজিনা আহম্মেদ বলেন, তাদের প্রকাশনী থেকে শিশুদের বই বেশি প্রকাশিত হয়। এসব বই বিক্রিও হচ্ছে ভালো। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলায় কথা হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. শাহ মনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, মেলার কথা শুনেই এসেছি। ইচ্ছা আছে বই কেনার। তিনি মূলত ইতিহাসবিষয়ক বই বেশি সংগ্রহে রাখেন বলে জানালেন।  জাতীয় গ্রন্থকেন্দ্রের ফিল্ড অফিসার আফসানা আক্তার বলেন, আট দিন এ বইমেলা চলবে। মেলায় দর্শনার্থীর আগমন ভালো। সব মিলিয়ে মেলা সফল হবে বলে তার প্রত্যাশা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি জানান, সরকারি আটটিসহ মোট ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া সেবামূলক ছয়টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে মেলায়। শুক্রবার শেষ হবে মেলা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহের সভাপতি আব্দুর রব মোশাররফ বলেন, এ নগরীতে এমন মেলা আয়োজনের জন্য তারা সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বিভাগীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, এমন আয়োজন উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে আরো ভালো হবে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>