<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংসের নিজস্ব সমর্থকগোষ্ঠী তৈরি হয়েছে। শুধু তাই নয়, তৈরি হয়েছে কিংস আলট্রাস, সমর্থকদের মধ্যেও যারা কট্টর সমর্থক। হার, জিত যা-ই হোক, দলের জন্য গলা ফাটায় তারা সারাক্ষণ। একটু খ্যাপাটেও হয় তারা, দলের জন্য কোনো কিছু করতে পিছপা হয় না। কিংসের জার্সির লাল রঙের সঙ্গে মিল রেখে তারাই গতকাল চ্যালেঞ্জ কাপের গ্যালারি আচ্ছন্ন করে রেখেছিল লাল ধোঁয়ায়। খেলার একটা পর্যায়ে ধোঁয়ার সেই কুণ্ডলি বা স্মোক ফ্লেয়ার তো মাঠেই ছুড়ে মারে তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরের মাঠে কিংস তখন ১-০তে পিছিয়ে মোহামেডানের কাছে। কিংস আলট্রাস নিজেদের যেন আর ধরে রাখতে পারেনি তাতে। ধোঁয়ার আক্রমণে খেলা বন্ধ রাখতে হয় ১০ মিনিটের মতো। ফের বল মাঠে গড়াতেই কিন্তু সমতায় ফেরে কিংস। মিগেল ফিগেইরার ক্রসে তপু বর্মণের ফ্লিক স্বাগতিক সমর্থকদের উন্মাতাল করে জড়ায় জালে। ধোঁয়ার কুণ্ডলি ততক্ষণে মাঠের ঘাস ছেড়ে কিংস অ্যারেনার আকাশও রঙিন করে তুলেছে। সেই উৎসবের আবহেই ৮১ মিনিটে ফয়সাল আহমেদের অসাধারণ আরেক গোলে এগিয়েও যায় কিংস। এবারও কারিগর মিগেল। বক্সে মোহামেডান ডিফেন্ডারকে ডজে ছিটকে ফেলে পল বাড়ান, দৌড়ে এসে ফয়সালের তাতে মাপা ভলি। মালদ্বীপের বিপক্ষে জাতীয় দলের হয়ে বেশ কিছু সুযোগ নষ্ট করেছিলেন এই ফরোয়ার্ড। এদিন ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচেই গোল এলো তার পা থেকে। অতিরিক্ত সময়ে স্কোরশিটে নাম তুলেছেন মিগেলও। সেটিও মোহামেডানের ডিফেন্স লাইনকে এলোমেলো করে দিয়ে বাঁ পায়ের লক্ষ্যভেদী শটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাচের শুরুতে সোলেমান দিয়াবাতের হেডে করা গোলটি মোহামেডানের জন্য তাই স্রেফ সান্ত্বনাই হয়ে থেকেছে। ৩-১ গোলের জয়ে কিংস জিতেছে মর্যাদার চ্যালেঞ্জ কাপ। ইউরোপের আদলে আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও কাপ শিরোপাজয়ীর মধ্যকার এক ম্যাচের এই চ্যালেঞ্জ কাপ এবারই প্রথম সংযোজিত হয়েছে বাংলাদেশের ফুটবলে। গত প্রায় অর্ধ যুগ ধরে ঘরোয়া ফুটবলে আধিপত্য করা কিংসই জিতে নিল প্রথম সেই ট্রফি। এই আয়োজন এবার ভিন্নমাত্রা পেয়েছিল জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করিয়ে ম্যাচটিকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নাম দেওয়ায়। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ২০ লাখ টাকা প্রাইজমানি এবং রানার্স আপ মোহামেডানের পাঁচ লাখ টাকা প্রাইজমানির পুরোটাই দেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাঠে থেকে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংস অ্যারেনাও এদিন সাজানো হয়েছে জুলাই আন্দোলনের নানা গ্রাফিতিতে। ম্যাচ শুরু হতেই অবশ্য ফুটবলীয় উত্তেজনা আর সব কিছুকে ছাপিয়ে যায়। অ্যারেনার পূর্ব গ্যালারিতে হাজির হয়েছিল যথেষ্ট সংখ্যক মোহামেডান সমর্থকও। ম্যাচ শুরুর সাত মিনিটে ইমানুয়েল সানডের দারুণ ক্রসে দিয়াবাতের নিখুঁত হেড তাদের আন্দোলিতও করেছিল। তবে ক্রমেই কিংসের লাল ঢেউয়ে স্তিমিত হয়েছে সাদা-কালোর উচ্ছ্বাস। এএফসি চ্যালেঞ্জ লিগটা ভালো যায়নি কিংসের। কিন্তু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে তারা দাপটের সঙ্গেই। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চোট কাটিয়ে নতুন স্ট্রাইকার জাহেদ খাসা এদিনই প্রথম মাঠে নেমেছিলেন। কিছু মুভে তিনি আলো ছড়িয়েছেন। মৌসুম যত গড়াবে, ততই হয়তো নিজেকে মেলে ধরবেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। কিংসের গত মৌসুমের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মিগেল। চ্যালেঞ্জ লিগে ফিটনেসে ঘাটতি দেখা গেছে তার। গতকালও যে নিজের সেরায় ছিলেন তা-ও নয়, কিন্তু সেটুকুই এ ম্যাচে মোহামেডানের বিপক্ষে পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার চেয়ে বড় কথা, কিংস তার সমর্থকদের সঙ্গে নিয়েই নিজেদের চেনা রূপে ফিরেছে কিংস অ্যারেনায়। আসন্ন লিগ ও ফেডারেশন কাপের জন্যও যা বার্তা দিয়ে রাখল অন্য দলগুলোকে।</span></span></span></span></p>