পাখি
উদয়ী রাজঘুঘু
উদয়ী রাজঘুঘু লাজুক স্বভাবের পাখি। একাকী এবং জোড়ায় ঘুরে বেড়ায় নির্জন বনে। কখনো পাহাড়ি এলাকার প্রান্তরের হালকা গাছপালার ডালে, আবাদি জমিতে। বনের পথে ও নির্জন গ্রামের মেঠো পথেও মাঝে মাঝে বিচরণ করে খাবারের খোঁজে। খাবারের তালিকায় আছে প্রধানত ঘাসবীজ। তা ছাড়া গুল্ম, আগাছার বীজ, কচি অংশ ও সবুজ নবপল্লব
সৌরভ মাহমুদ
সম্পর্কিত খবর