<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনাসহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার বিষয়ে সুরাহা করতে সাত দিন সময় বেঁধে দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইকচালক সংগ্রাম পরিষদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময়ের মধ্যে সমস্যার সমাধান করা না হলে ৩০ নভেম্বর ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের ৬৪ জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশ থেকে এই আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আদালত ও শ্রমিকদের মুখোমুখি করার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছে রিকশা-ভ্যান-ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের গণ-অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রিকশা-ভ্যান-ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম এ আহবান জানান। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হাকিম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, আইন দর-কষাকাষিবিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ রিপন, পল্লবীর মোহাম্মদ হাসান, মোহাম্মদপুরের মোহাম্মদ নুরুজ্জামান, গেণ্ডারিয়ার মোহাম্মদ হাসান, কামরাঙ্গীরচরের আরিফুল ইসলাম প্রমুখ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতিতে সমস্যা ও সংকট উত্তরণে ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে। শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে। সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে। আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। জব্দকরা সব ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর এবং নিলাম করা ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে। শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে। মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে।</span></span></span></span></p>