<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে বিআরটিসির একটি দ্বিতল বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী মুবতাছিন রহমান মাহিন, জোবায়ের আলম সাকিব ও মোজাম্মেল হোসেন নাঈমের মৃত্যুর ঘটনায় এই তিন শিক্ষার্থীর বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া। আহাজারি আর চোখের জলে স্বজনরা এ তিন শিক্ষার্থীকে গতকাল রবিবার শেষবিদায় জানিয়েছে।     </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর অফিস জানায়, স্বজনদের চোখের জলে শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া রংপুরের শিক্ষার্থী মুবতাছিন রহমান মাহিনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুরে রংপুরের জুম্মাপাড়া বড় মাদরাসা মাঠে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গতকাল সকালে ঢাকা থেকে মরদেহ এসে রংপুরে মাহিনের বাড়ির উঠানে পৌঁছালে মা নাজমুন্নাহারের বিলাপে সেখানকার পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। স্বজনদের শত সান্ত্বনায়ও থামছিল না তার বিলাপ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই ভাইয়ের মধ্যে মাহিন ছিলেন বড়। মাহিনের এমন অকালমৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে স্বজনরা। মাহিনের এই অকালমৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তার মামা কলেজ শিক্ষক জিকরুল ইসলাম। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্তানরা কোথায় নিরাপদ? আমরা এমন মৃত্যু চাই না। আমরা বড় শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে পাঠিয়েছি, যাতে সে নিরাপদ থাকে। কর্তৃপক্ষ নিরাপত্তা দেখবে না? এমন অবহেলা শুধু বাংলাদেশেই সম্ভব। রাস্তায় মৃত্যুফাঁদ (বিদ্যুতের তার) ঝুলে থাকে, এটা দেখার কি কর্তৃপক্ষ নেই?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান বাকরুদ্ধ। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নিতে হবে, এমন কথা কখনো ভাবেননি। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী ব্যুরো জানায়, একমাত্র ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের মা। ভাইয়ের মৃত্যুতে শোকে বোনের মুখের ভাষাও হারিয়ে যায়। আর বাবা যেন পাথর হয়ে যান। আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিব রাজশাহী নগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকার জাহাঙ্গীর আলম ও ফজিলাতুন্নেসা দম্পতির একমাত্র ছেলে। বাবা অবসরপ্রাপ্ত ব্যাংকার আর মা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন সাকিব। গাজীপুরের শ্রীপুরে গত শনিবার বনভোজনের দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে নির্মমভাবে সাকিবসহ তিন শিক্ষার্থী মারা যান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সকালে গাজীপুর থেকে রাজশাহীর বাড়িতে সাকিবের মরদেহ পৌঁছালে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশীর কান্না ও আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের চাচাত ভাই মইমুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিব মাটির মানুষ, পড়াশোনায় ও খুব ভালো ছিল। ঈদের সময় গ্রামের বাড়ি আসত। আগামী ১৩ ডিসেম্বর আমার ছোট বোনের বিয়েতে আসার কথা ছিল। সেটা আর হলো না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছেলেকে হারিয়ে সাকিবের বাবা জাহাঙ্গীর আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কী বলব, বলার ভাষা নেই। আমাদের শখ ছিল ছেলেকে ডাক্তার বানানোর। কিন্তু ও ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাবার সঙ্গে সাকিবের শেষ কথা হয় বনভোজনে যাওয়ার আগে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল সাড়ে ৭টায় নগরীর বাকীর মোড়ে প্রথম জানাজা ও সকাল সাড়ে ১০টায় গ্রামের বাড়ি পশ্চিম বালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে বালিয়ায় চাতরা কবরস্থানে সাকিবকে দাফন করা হয়। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাদা-দাদির কবরের পাশে সমাহিত শিক্ষার্থী নাঈম</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ফতেহপুরে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গাজীপুরে বনভোজনের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম। গতকাল রবিবার সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নাঈমকে চোখের জলে শেষবিদায় জানায় স্বজনরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় লোকজন জানায়, ফতেহপুর গোলাম নবী ভূঁইয়া বাড়ির মোতাহের হোসেন শাহীনের সন্তান ছিলেন নাঈম। দুই ভাই ও এক বোনের মধ্যে নাঈম ছিলেন মেজো। নাঈম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তিনি পড়ালেখায় অত্যন্ত মেধাবী ছিলেন। বাবা মোতাহের হোসেন শাহীন ফেনীর ফাজিলপুর সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাঈমের চাচা মোফাচ্ছের হোসেন মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ভাই অনেক কষ্ট ও অনটনের মধ্যে নাঈমকে পড়ালেখা করাচ্ছিলেন। আশা ছিল নাঈম পড়ালেখা শেষে পরিবারের হাল ধরবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাঈমের জানাজায় জামায়াতে ইসলামী ফেনী জেলার আমির মুফতি আবদুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট নুর ইসলাম, সাউথ-ইস্ট কলেজের শিক্ষকরা, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ নাঈমের সহপাঠী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইইউটিতে তিন দিনের শোক</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজস্ব প্রতিবেদক, গাজীপুর জানান,  গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করছে। এ ছাড়া এক সাপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনা তদন্তে এ পর্যন্ত পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।</span></span></span></span></p>