<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিন দিনে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের মধ্যে ১৪ জনকে আলিফ হত্যার ঘটনায় শনাক্ত করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে এদের গ্রেপ্তার করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আইনজীবী আলিফের পরিবার থেকে কোনো মামলা করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন পরিচালিত হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালত ভবনের অদূরে চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফকে হত্যা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার ও বুধবার নগরের কোতোয়ালি থানায় আলাদা তিনটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা এসব মামলার মধ্যে আদালত প্রাঙ্গণে হামলার ঘটনার মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম এলাকার সামনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনকে আসামি করে অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে তিন মামলায় এজাহারনামীয় আসামি ৭৬ জন এবং অজ্ঞাতপরিচয় আসামি এক হাজার ৪০০ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ৩৫ জনের মধ্যে ১৪ জনকে আলিফ হত্যার ঘটনায় শনাক্ত করা গেছে। অন্যদের বিক্ষোভ ও সংঘর্ষের সময় ছবিতে দেখা যায়। তবে এসব বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলেননি। ওই ১৪ জনের নামও পুলিশ জানায়নি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে গতকালও আদালতে কর্মবিরতি ছিল। টানা দুই দিন ধরে আইনজীবীদের এই কর্মবিরতিতে আদালতের কার্যক্রম বন্ধ ছিল। দিনভর আদালত এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণের ঘটনা এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে আলিফ হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, নিপীড়নবিরোধী আইনজীবী সমাজসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও অংশ নেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনের এক পর্যায়ে উপস্থিত আইনজীবীরা আগামী ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া মামলার শুনানি না করার দাবি জানান। আইনজীবী নেতারা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বর হয়ে লালদীঘি মোড় ঘুরে আবার আদালত চত্বরে এসে শেষ হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে কোতোয়ালি থানার ওসি বদলি : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে সহিংস ঘটনার পর এবার কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীক বদলি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশ দেন। একই আদেশে কোতোয়ালির ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দর বিভাগে বদলি করা হয়েছে। সিএমপির জনসংযোগ বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বুধবার সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের সর্বোচ্চ গুরুত্ব্বে আশ্বস্ত হাইকোর্ট : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষ এবং আইনজীবী খুনের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। একটি মামলায় ১৩ জন, একটি মামলায় ১৪ জন এবং অন্য একটি মামলায় ৪৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে এক হাজার ৩০০ জনকে। এর মধ্যে সন্দেহভাজন ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও রেকর্ড দেখে ছয়জনকে শনাক্ত করার কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই তথ্য তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। এই দুই আইন কর্মকর্তা আদালতকে বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তখন হাইকোর্ট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা শুনে আমরা আশ্বস্ত হলাম। এটাই উনাদের (সরকারের) দায়িত্ব। আশা রাখি, সবাই এটা শুনে আশ্বস্ত হবেন। দেশের জানমালের কোনো ক্ষতি না হোক, আমরা সেটাই চাই। যেহেতু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলা হলো, তাই এই মুহূর্তে বিষয়টিতে হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না আদালত। আমরা মনে করি, আমাদের দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ দেশে সব ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসে। সে ভালোবাসা কখনোই ভাঙবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি : আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বারের নেতারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত আইনজীবী সাইফুল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিয়মিত সদস্য উল্লেখ করে গতকাল এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শের বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে বলা হয়, যে আইনজীবীরা সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, সেই আইনজীবীরা আজ কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যাতে নির্বিঘ্নে-নিরাপদে পেশা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলন থেকে আইনজীবী সুরক্ষা আইন করার দাবি জানানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বহিষ্কৃত চিন্ময়ের কার্যক্রমের দায় ইসকনের নয় : ইসকন বাংলাদেশ থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয় বলে জানিয়ে দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। গতকাল রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিখিত বক্তব্যে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের নয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আন্দোলন : আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত কম্পাউন্ডের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ ছাড়া রাঙামাটি, হবিগঞ্জ, লালমনিরহাটের হাতীবান্ধা, দিনাজপুরের হিলি, নেত্রকোনার দুর্গাপুর, রংপুরের গঙ্গাচড়ায় আইনজীবী হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন, ইসকন নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার নেবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">[প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক প্রতিনিধিরা]</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>