<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিলখানায় ৫৭ সেনা অফিসারকে হত্যা, মেজর সিনহা হত্যাসহ স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলে খুন-গুম ও আয়নাঘরের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তারা। সেই সঙ্গে ওই সরকার আমলের বিভিন্ন সময়ে অন্যায়ভাবে সেনা, নৌ ও বিমানবাহিনীর চাকরিচ্যুত প্রায় এক হাজার সদস্যের ক্ষতিপূরণ এবং এদের মধ্যে যাদের চাকরির বয়স রয়েছে তাদের পুনর্বহালের দাবিও করেন তারা। এ ছাড়া অভিযোগ করা হয়, ওই সময় অন্যায়ভাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একপেশে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সামরিক আদালতের মাধ্যমে সামরিক সদস্যদের দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="গুম-খুনে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি" height="241" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/11-12-2024/99999999999.jpg" style="float:left" width="343" />গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন জাস্টিস ফর কমরেডসের পক্ষ থেকে এসব দাবি ও অভিযোগ জানানো হয়। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরও হাসিনার সহযোগী হয়ে গুম-খুনে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতাবানদের স্বার্থে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারি বারবারই প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে আমরা দেখেছি, কিভাবে এত দিন সামরিক আইন ও নিয়মের অপব্যবহার হয়েছে, পরিকল্পিত হত্যা ও গুম করা হয়েছে এবং বাহিনীর মেধাবী কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যদের অযৌক্তিক ও একপেশেভাবে সামরিক আদালতে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দেখেছি হাসিনা সরকারের শাসনামলে ডিজিএফআই, এনএসআই, এসবি ও ডিবির মতো সংস্থাগুলোর মাধ্যমে নিবেদিতপ্রাণ সামরিক সদস্যদের প্রতি যে নির্যাতন, অপমান ও দমন-পীড়ন চালানো হয়েছে, তা আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষতিকর।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাকিল নেওয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিনের অন্যায় আচরণ ও দায়মুক্তির সংস্কৃতিতে আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতন দেখেছি। এসব ঘটনার দায়ে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল সাইফ, লেফটেন্যান্ট জেনারেল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, মেজর জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল হামিদ, বেনজীর আহমেদ এবং খন্দকার হারুনসহ সেনা ও পুলিশ বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুম-খুনের বর্ণনা দিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড দেখেছি। কিভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এখনো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এ ছাড়া আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ করে আয়না ঘরে আটকে রেখে নির্যাতন দেখেছি। মেজর সিনহা ও মেজর জাহিদ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব অপরাধের সঠিক বিচার আজও আমরা দেখিনি। উল্টো দেখছি, মেজর সিনহা হত্যাকাণ্ডের নায়ক প্রদীপ কুমারের স্ত্রীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনটির নেতারা দাবি করেন, বাংলাদেশ পুলিশের অনেক অফিসার বিগত সময়ে যারা বঞ্চিত ছিলেন তাদের প্রমোশন দেওয়া হচ্ছে। কিন্তু সামরিক বাহিনীর বঞ্চিত অফিসারদের যাদের জোর করে অবসর ও চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের ব্যাপারে এখনো সরকার কোনো উদ্যোগ নেয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনটির অন্যতম নেতা শাকিল নেওয়াজ আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা তো আন্দোলন করতে পারি না। এমন প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়নি। এভাবে যদি একটি শ্রেণিকে প্রমোশন দেওয়া হয় এবং আরেকটি শ্রেণিকে বঞ্চিত করা হয়, তবে সমাজে বৈষম্য সৃষ্টি হবে। একটি শ্রেণি ওপরে থাকবে, আরেকটি শ্রেণি নিচে থাকবে। যদি সুবিধা দেন সবাইকে দেন, না দিলে কাউকে দেবেন না। আমরা অতিসত্বর সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><strong><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যায়ভাবে ছয় সামরিক সদস্যকে তুলে নিয়ে হয়রানির বিচার দাবি</span></span></span></span></span></strong></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৯ নভেম্বর দুজন নৌ অফিসার ও চারজন সেনা সদস্যকে ট্রাস্ট শর্মা নামে খিলক্ষেতের একটি রেসু্বরেন্ট থেকে ডিজিএফআই পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে তাদের ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়। যদিও জাস্টিস ফর কমরেডস ও সাবেক সামরিক কর্মকর্তাদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন তাদের তুলে নেওয়া হয়েছিল, তার কোনো ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে সংবাদ সম্মেলনে শাকিল নেওয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় সামরিক সদস্যকে অনাকাঙ্ক্ষিতভাবে বরখাস্ত করায় তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট। তারা বিষয়গুলোর জন্য সেই রেস্টুরেন্টে বসেছিলেন। কিন্তু সেখান থেকে তাদের ডিজিএফআই ও র‌্যাবের গোয়েন্দা পরিচয়ে বেআইনিভাবে আটক করা হয়। যার জন্য আমরা আন্দোলন করেছি, সেই ঘটনা ৫ আগস্টের পর কিভাবে হয় তা আমাদের মাথায় আসে না। আমরা চাই, একটি কমিশন গঠন করে যেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কারা এভাবে কাজ করে অন্তর্বর্তী সরকার ও সেনাপ্রধানকে বিব্রত করার চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় ভুক্তভোগী লে. ক. (অব.) মেহেদী হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের তুলে নেওয়ার পর থানায় নিয়ে রাখা হয়। সেখানে কোনো খাবার দেওয়া হয়নি। এমনকি পানিও না। আমি বারবার তাদের বলেছি, আমাদের অপরাধ কী আপনারা বলেন। কিন্তু তারা কোনো জবাব দেননি। উল্টো আমাদের হয়রানি করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আচরণ আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি। সেই সময় সেনাবাহিনীর ৫৭তম দীর্ঘমেয়াদি কোর্সের আর্টিলারি কোরের লেফটেন্যান্ট কর্নেল উপস্থিত থেকে এতে নেতৃত্ব দেন। আমরা এ বিষয়ে গত ১৬ নভেম্বর খিলক্ষেত থানায় জিডি করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেদী হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন আমাদের ওপর বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায় চাপিয়ে দিয়ে অপরাধী বানিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এমনকি আমাদের পুনরায় তুলে নিয়ে গিয়ে অনির্দিষ্টকালের জন্য গুম করা হতে পারে বলেও আমরা আশঙ্কা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মো. শাহনুর রহমান ও সাবেক লেফটেন্যান্ট ইমরান কাজল প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>