<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল শুক্রবার চলতি শীত মৌসুমে প্রথমবারের মতো দেশের তিন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। জেলা তিনটি হচ্ছে পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও রাজশাহী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এক দিনেই তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও উত্তরের হিমালয় থেকে আসা হিম বাতাসে প্রান্তিক এই জেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ (গতকাল) এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সামনে তাপমাত্রা কমে আসার পাশাপাশি শীতের তীব্রতা বাড়তে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসক সাবেত আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এবার পঞ্চগড়ের শীতার্তদের জন্য এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠিয়েছি। তার মধ্যে দুই হাজার শীতবস্ত্র এবং শীতবস্ত্র কেনার জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ এসেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর আবার দুই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনি ও রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রা একটু বেশি কমতে পারে। এতে শীত আরেকটু তীব্র হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮.১ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। আজ শনিবারও তা অব্যাহত থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রাজশাহীতে ৯.৭ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গায় ডায়রিয়া ও নিউমোনিয়ার  প্রকোপ : চুয়াডাঙ্গায় শীতজনিত রোগবালাই বেড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি-জ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটে তীব্র শীত : বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত প্রচণ্ড শীত অনুভূত হয়। শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। গতকাল বাগেরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটের রামপাল উপজেলার কয়েকটি নতুন ও পুরনো আবাসন প্রকল্পের দরিদ্র বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকায় শিশুসহ শত শত মানুষ শীতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার থেকে গরম কাপড় বিতরণের দাবি করেছে ভুক্তভোগীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">(প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন পঞ্চগড়, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও রামপাল প্রতিনিধি)</span></span></span></span></span></p>