<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। তিনি বলেছেন, ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে স্বেচ্চার ছিলেন আল্লামা সাঈদী। যখনই ভারতীয় আগ্রাসন জাতির ঘাড়ে চেপে বসত, তখনই তিনি বাঘের মতো গর্জে উঠতেন। দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড দেখলেই তিনি রুখে দাঁড়াতেন। তাই তাকে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ রচিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার দেখা সাঈদী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রন্থের প্রকাশনা উৎসব ও আল্লামা সাঈদী স্মৃতিপদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলহাজ নুরুল আলম ভাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, ২০১০ সালের ২৯ জুন আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আল্লামা সাঈদীসহ জামায়াতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে ১০ বছর, ১২ বছর, ১৩ বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই সময় গোটা বিচারটাই ছিল প্রহসনময়। ২০১৩ সালের ফেব্রুয়ারি আমার পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল; বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই সব হত্যার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এ দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণাভরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বইয়ের লেখক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ৫ আগস্টের চার-পাঁচ মাস আগে বইটি লেখা শুরু করেছিলাম। আমি আশঙ্কায় ছিলাম, আমি বেঁচে থাকতে এই বইটি প্রিন্ট হবে কি না? কিন্তু আল্লাহ চার মাসের মধ্যেই সেই সুযোগ করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানির কারণে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল্লামা সাঈদী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কে নিয়ে বই লেখার সুযোগ হয়েছে। ছাত্র অবস্থায় বাজারের মাইকে ওয়াজ শুনে তার সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল। কর্মজীবনে একাধিকবার ওই মহানুভব ব্যক্তির সান্নিধ্যও পেয়েছি। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>