<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছবুল বিশ্বাসের (৭৫) বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে। কনকনে শীত উপেক্ষা করে তিনি বিনা মূল্যে চোখের চিকিৎসা নিতে এসেছেন। কথা হলে জানান, বয়সের ভারে আগের মতো চলতে পারেন না। বিনা মূল্যের এই চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি এসেছেন চোখের চিকিৎসা নিতে। এত দিন টাকার অভাবে তিনি ভালো ডাক্তার দেখাতে পারেননি। এখানে চিকিৎসক দেখিয়ে ও ওষুধ পেয়ে তিনি অনেক খুশি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই ধরনের কথা বলেন বেলনগর গ্রামের আকরাম বিশ্বাস, ভুলু বেগম, রুবি খাতুনসহ চিকিৎসা নিতে আসা অন্যরা। তারা জানান, নিজ গ্রামে ঢাকার বড় চিকিৎসকদের দেখাতে পেরে তারা খুশি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুলু বেগম মাগুরার আঞ্চলিক ভাষায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বয়স হলে দেহার কেউ থাহে না। সবাই যে যার কাজে ব্যস্ত। বাড়ির কাছে ডাক্তার পায়ে আমাগের অনেক উপকার হইছে। বিনা খরচায় ওষুধ পাইছি। আল্লাহ তাগের ভালো হরুক, সেই দোয়া করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৃণমূলে সহজে ও বিনা মূল্যে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা পৌঁছে দিতে মাগুরায় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বসুন্ধরা ফাউন্ডেশন। গতকাল শনিবার বেলনগর গ্রামের হাবিবুল বিশ্বাসের বাড়ির চত্বরে এই বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে তিন শতাধিক অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ ও আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার এই ক্যাম্পের আয়োজন করে। সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি। ক্যাম্পে ১৪ জন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসা ক্যাম্পে বিনা মূল্যে পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, গাইনিকোলজি, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বসুন্ধরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতাল প্রকল্পের সমন্বয়ক মো. আশিকুর রহমান, বিডি ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ। মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম দুপুরে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়োজকরা জানান, গ্রামের পিছিয়ে পড়া মানুষের কাছে সহজে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বসুন্ধরা ফাউন্ডেশনের এই উদ্যোগ। দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে।</span></span></span></span></p>