<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন বাংলাদেশ হতে হবে ফ্যাসিবাদমুক্ত। জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সংবিধান সংস্কার না করে নতুন করে লিখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র আনতে হবে। ভবিষ্যতের সরকার জবাবদিহিমূলক করতে সংস্কার প্রয়োজন। তবে সেটি অনির্দিষ্টকালের জন্য নয়। সামাজিক সাম্য ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি উৎপাদনমুখী শ্রেণির অংশীদারি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়" height="239" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/16-12-2024/121/rrytyy.jpg" style="float:left" width="343" />গতকাল রবিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে কালের কণ্ঠ আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবস : নতুন প্রত্যাশা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক, পেশাজীবী ও রাজনীতিবিদরা। কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের অধীন প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউইএমজিএল) উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক ব্যক্তিকে কেন্দ্র করে বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছিল। সেটা দিয়ে একটি দেশ চলতে পারে না। সংবিধান নতুন করে লিখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সামাজিক চুক্তি করতে হবে, যেটার মধ্য দিয়ে আমরা জনগণের বিভিন্ন আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধ করতে পারব। জুলাই আন্দোলন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ক্ষমতা চিরকাল ধরে রাখা যায় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সাম্য-ন্যায়ের প্রত্যাশার সংগ্রাম শুরু হয়েছে তা জারি রাখতে হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটি পূরণে আমাদের আরো বন্ধুর পথ পাড়ি দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী  দিলারা চৌধুরী বলেন, ১৯৭২ সালে দেশে বুর্জোয়া সংবিধান প্রণয়ন করা হয়। দেশের রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারের প্রস্তাব দিচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টি স্পষ্ট করছে না। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় সংস্কার প্রয়োজন। এ জন্য বর্তমান সরকার সংস্কার কার্যক্রম করছে। তবে সংস্কারের পাশাপাশি নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া প্রয়োজন। অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের একটা বিষয় খুব খেয়াল করতে হবে, আবেগ ও বিপ্লবের সঙ্গে সরকার পরিচালনা এক জিনিস নয়। এ জন্য উপদেষ্টা পরিষদের মধ্যে রসায়নটা আরো বেগবান করতে হবে। জনগণের সামনে রাষ্ট্রের কর্মকাণ্ড স্পষ্ট হতে হবে, সংবিধানের ১৪৫(ক) ধারাতেই এটি আছে। ভারতের সঙ্গে বাংলাদেশ কী কী চুক্তি করেছে তা উন্মুক্ত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজে দুই শ্রেণির মানুষের বসবাস। এর মধ্যে এক শ্রেণির মানুষ সম্পদ সৃষ্টি করছে, যারা সেই সম্পদের পুরো সুবিধাভোগী নয়। অন্য একটি শ্রেণি এই সম্পদ অর্জন করছে এবং বিদেশে সেই সম্পদ পাচার করছে। তাই আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলচ্চিত্র ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ব্যক্তিগত উন্নতি নয়, সামষ্টিক উন্নয়নের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে। জনগণকে ক্ষমতার অংশীদার করে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে। রাজনীতি ও পেশাভিত্তিক দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫৩ বছর পরও সংস্কারের জন্য সবই রয়ে গেল, তাহলে আমরা এত দিন কী করলাম? এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবার আমাদের আর সুযোগ হাতছাড়া করা যাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্ভয়ে কথা বলা এবং রাষ্ট্রের যেকোনো বিষয়ে জনগণের অবহিত থাকার অধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে দেশের সবাই অভিন্ন জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অভিবাসনবিষয়ক প্রতিষ্ঠান রামরুর চেয়ারম্যান এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য তাসনিম সিদ্দিকী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন বাংলাদেশে এমন রাজনৈতিক ব্যবস্থা চাই, যেখানে হাজার চেষ্টা করেও কেউ একচ্ছত্র স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করতে পারবে না। ক্ষমতা কখনো এক ব্যক্তির হাতে থাকবে না, এটা হতে দেওয়া উচিত না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাদের গনি চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র অভ্যুত্থানে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিবাদের উত্খাত শুধু দেশে নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র এক মাসে ১৫ বছরের স্বৈরাচারকে তাড়িয়েছে। গত ৫ আগস্ট দ্বিতীয় বিজয় অর্জনের পর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছি। ফ্যাসিস্ট চলে গেছে, আর কোনো ফ্যাসিস্ট যেন ফিরে না আসে। আমরা এখন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার আমলে দেখলাম, শুধু জিয়াউর রহমান করেছেন বলেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রদ করে দেওয়া হলো। এভাবেই নানা সময় ক্ষমতার রোষালনে পড়ে বিচার বিভাগ পরাধীন হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে, এর আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তর থেকে চব্বিশ কেউ কথা রাখেনি। এমন রাজনৈতিক কাঠামো চাই যেখানে কোনো ফ্যাসিবাদ আসতে পারবে না। আমরা মনে করি, প্রত্যাশিত সংস্কার হবে। তবে সেটা চলমান প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনের আলোচনা চলবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ স্বপ্নপূরণে যোজনব্যাপী দূরত্বে অবস্থান করছে। স্বাধীনতার চার বছরের মাথায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হয়েছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক ও পোর্টেট ফটোগ্রাফার নাসির আলী মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৬ বছরে স্বৈরাচার তৈরি হয়নি। এর বহু আগে তৈরি হয়েছে। নানাভাবে বিভিন্ন সময় এই স্বৈরাচার চালু ছিল। তবে ১৬ বছরে স্বৈরাচার আরো বেড়েছে। এই সময় আয়নাঘর বেড়েছে। কখনো রাজনীতি করিনি। তবু নির্যাতনের শিকার হয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সহমুখপাত্র তাহসীন রিয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭১ সালে আমাদের পথচলা শুরু হয়েছে। সেই একাত্তরের পূর্ণতা পেয়েছি চব্বিশে এসে। স্বাধীন বাংলাদেশ পেয়েও আমরা বিভাজনের রাজনীতি, স্বৈরাচার, আয়নাঘর, গুম-খুন দেখেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক থোয়াই চিং মং সাক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাশের রাষ্ট্র ভারত আমাদের দেশ নিয়ে প্রপাগান্ডা তৈরি করছে। পাহাড়ে অশান্তি চলছে। এটার জন্য ভারত দায়ী। তারা আমাদের আস্থাকে নষ্ট করছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>