<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রদের এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে উদযাপন কমিটির নেতারা গতকাল স্কুলের প্রাক্তন ছাত্র ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্কুলের প্রাক্তন ছাত্র ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই আবদুস সাদেক উপস্থিত ছিলেন। নেতারা স্কুলের প্রাক্তন এই দুই কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, জেনারেল সেক্রেটারি মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, মিডিয়া কমিটির আহবায়ক রফিকুল ইসলাম কামাল, উপদেষ্টা হাজি আব্দুস সালাম। ছবি : সংগৃহীত</span></span></span></span></p>