<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছরের স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল ইসলামী দলগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেছে। তিনি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি ও পরগাছা হিসেবে ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। খুন, গুম ও টাকা পাচারের জন্য বিশ্বে এখন বাংলাদেশই শীর্ষে। তবে ইসলামী আন্দোলন কারো সিঁড়ি হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। ভারতের সেই সরকার আমাদের দেশের সব স্বার্থ বিলীন করে দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতার মোহে আজ অন্ধ হয়েছে। তাদের অনেক নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে। আজ তারা ক্ষমতায় যেতে ব্যস্ত হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেজাউল করীম বলেন, আওয়ামী লীগের বিদায়ের পর সাধারণ মানুষকে নিয়ে ইসলামী আন্দোলনসহ ইসলামী দলগুলো সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি পাহারা দিয়েছে। অথচ অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটে মেতে উঠেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম হাছিবুল ইসলাম ও শুরা সদস্য আব্দুর রহমান কাসেমী।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক রয়েছে : ফয়জুল করীম</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যাদের মধ্যে ঈমান আছে, তারা ইসলামের বাইরে কোনো রাজনীতি করতে পারে না। রাজনীতির সঙ্গে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। গতকাল দিনাজপুরের ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফয়জুল করীম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোটের মাধ্যমে ভোটারের ঈমান থাকতেও পারে, আবার ঈমান যেতেও পারে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি ইসলাম ও নৈতিকতাবিরোধী কোনো কাজ করলে তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাধীনতার ৫৩ বছরে দেশে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। লেনিন-কার্ল মার্ক্স, মাও জেদংয়ের উত্তরসূরিদের নয়, মদিনাওয়ালার উত্তরসূরিদের আমরা ক্ষমতায় বসাতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ, রংপুর মহানগর সেক্রেটারি মো. আমিরুজ্জামান পিয়াল, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি নুর আলম ছিদ্দিক প্রমুখ।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিরাপত্তা হুমকিতে</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে। মানুষের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে। গতকাল ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হাফেজ কামরুল হাসানের খুনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরও বাজারে তেলের সংকট, চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায়ের মতো অবস্থায় পড়েছে।</span></span></span></span></p>