<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেজাউল করীম এ কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল বাংলাদেশে পতিত সরকারের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলনের আমির বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা  দেশে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>