<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রযুক্তির সুপার-সড়কে মেধা ও মননের জম্পেশ মিলনে গড়ে উঠছে কানেক্টিভিটির নন্দিত জীবনবোধ। বলা হচ্ছে,<br /> ফাইভ-জি ফোনের জীবনঘনিষ্ঠতা এখানেই। প্রযুক্তির অফুরান সম্ভাবনার সব কটি দরজা খুলে দিয়েছে এটি। প্রযুক্তিবিদরা প্রমাণ করতে পেরেছেন, আঙুলের আলতো ছোঁয়ায় নিমেষেই সজীব হয়ে ওঠা একটি খুদে ডিভাইসও জীবনবোধের প্রতীক হয়ে উঠতে পারে। পাশাপাশি এই প্রযুক্তি অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়ে ইন্দোনেশিয়ানদের জীবনবোধ যেভাবে পাল্টে দিচ্ছে, তা রূপকথাকেও হার মানাতে পারে। মাত্র তিন বছরের মাথায় হাজার দ্বীপ নিয়ে গড়ে ওঠা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি এখন বেশ গর্বের সঙ্গে বলছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা কানেক্টিভিটির সংজ্ঞাটাকে নতুন করে সংজ্ঞায়িত করতে যাচ্ছি। কারণ ফাইভ-জি সেবা আমাদের ডিজিটাল ভবিষ্যতের পথ নির্মাণ করে দিচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উল্লেখ্য, টেলকমসেল নামের একটি মোবাইল ফোন অপারেটর চীনের হুয়াওয়ের সহায়তায় ২০২১ সালের মে মাসে দেশটিতে প্রথম ফাইভ-জি সেবা চালু করে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্দোনেশীয় ব্যবসায়ীরা বলছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এখন সহজেই হাইকোয়ালিটি ভিডিও তৈরির পাশাপাশি অথ্যাধুনিক মার্কেটিং ক্যাম্পেইন দ্রুততার সঙ্গে পরিচালনা করতে পারছি। ফাইভ-জি সেবা তো আমাদের কাছে গেম চেঞ্জারের মতোই মনে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি ইন্দোনেশিয়া। নানা সীমাবদ্ধতার পরও ২০২৪ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়। শক্তিশালী ঘরোয়া অর্থনীতি, বাণিজ্যিক প্রবৃদ্ধি আর এফডিআই বৃদ্ধির ইতিবাচক দিকটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ফাইভ-জি সেবা। দেশটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ফিনটেক শিল্প খাতে বহুজাতিক কম্পানিগুলোও এগিয়ে এসেছে। অন্যদিকে নিকেলের রিজার্ভ বেশ সন্তোষজনক হওয়ায় দেশটি ইভি ব্যাটারি উৎপাদনে ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রথম সারিতে চলে আসছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসেই দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, মাত্র তিন বছরে দেশটির ৫৬টি শহরের এয়ারপোর্ট, শিল্পজোন ও আবাসিক এলাকা ফাইভ-জি সেবার আওতায় চলে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ফাইভ-জির দ্রুত বিকাশের কারণে ইন্দোনেশিয়ায় ডিজিটাল মার্কেটিংয়ের বিকাশ আশাব্যঞ্জক। ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি পৃষ্ঠপোষকতায় অত্যাধুনিক ডিজিটাল অবকাঠামো তৈরি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p>