<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় তিনটি অস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। অভিযানে একজন নিহত ও ১৫ জন আটক হয়েছেন। কোস্ট গার্ডের ভাষ্য, মাদক উদ্ধার করতে গিয়ে কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, ১৫ ডাকাত ও মাদক কারবারি আটক হন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদের মোহনায় ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদের মোহনা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন সংবাদে কোস্ট গার্ড নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মায়ানমার রাখাইনের নাইক্ষ্যংদিয়া থেকে একটি বড় ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। কোস্ট গার্ড টহলদল নৌকাটিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে সেটা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে নৌকাটিকে ধাওয়া করলে নৌকায় থাকা লোকজন কোস্ট গার্ডের ওপর গুলি চালান। এক পর্যায়ে কোস্ট গার্ডের টহলদল আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং নৌকাটিকে আটক করতে সক্ষম হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, পরবর্তী সময়ে তল্লাশি করে নৌকায় ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি এবং ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী সদস্যকে আটক করা হলেও বোটটি তল্লাশি চালানোর সময়  ইঞ্জিন রুমে একজন মাদক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জব্দকৃত মাদকদ্রব্য, অস্ত্র গুলিসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।</span></span></span></span></p>