<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ভূপাল ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে অর্ধশত বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণ বাতিল করা হয়েছে। গতকাল রবিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে আইন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ শাখা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদান করা হলো। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রজ্ঞাপনটি বাতিল করে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক দক্ষতা বাড়াতে ২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেড় হাজারেরও বেশি বিচারক অর্থাৎ বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর পর থেকে বিচার বিভাগীয় কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রশিক্ষণ নিয়ে আসছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>