<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশ শেষে হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল নিয়ে শাগবাগ থানা অভিমুখে যান পরিষদের নেতাকর্মীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে নুরুল হক নুর বলেন, হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। আয়োজকদের কথা ছিল যে হামলাটি ছাত্রদল করেছিল; কিন্তু পরে দেখা গেল আন্দোলনের আহতরা নাকি হামলা করেছে। এসব ভুঁইফোঁড় নতুন সংগঠন বিপ্লবের নামে নতুন নতুন সংগঠন করছে। জুলাই অভ্যুত্থানের পর কিছু মানুষ বিপ্লবের দোকানদারে পরিণত হয়েছে। ছাত্রলীগের কিছু স্পাই এই আন্দোলনে ঢুকে গিয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলাকারীদের নিউজ কাভার করার জন্য সারজিস আলম সাংবাদিকদের অনুরোধ করেছেন। এ বিষয়ে তাঁকে জবাব দিতে হবে। গতকাল (শনিবার) থেকে তাঁর সম্পৃক্ততার কথা আমরা শুনতে পাচ্ছি। সারজিসকে তাঁর অবস্থান পরিষ্কার করতে হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে জনগণ তার বিচার নিশ্চিত করবে। এ জন্য প্রয়োজনে আমি হুকুমের আসামি হতে রাজি আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নুর আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের কোনো দায় নেই; তবে সারজিসের সঙ্গে হামলাকারীদের ছবি আছে। যদিও সারজিস ও ফারুকের বাড়ি উত্তরবঙ্গে। আশা করি, সারজিস এই ঘটনায় জড়িত নন। হামলাকারীরা হাসপাতালে ক্যান্টিনের ব্যবসাও করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের আমলের মতো একই কায়দায় যদি হামলা অব্যাহত থাকে, তাহলে কিসের পরিবর্তন ও সংস্কার। শাহবাগ থানার ওসি কোনো ব্যবস্থা নিতে রাজি হলেন না। আমরা এ ধরনের পুলিশ চাই না। স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ দেখি না। ২৪ ঘণ্টার মধ্যে ফারুকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>