<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুনারুঘাটে বাংলাদেশি কৃষক জহুর আলীকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে। জহুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের পরিবার জানায়, শনিবার ওই সীমান্তের অভ্যন্তরে ধানক্ষেতে কাজ করতে যান জহুর আলী। প্রতিদিনের মতো তিনি আর বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার বিকেলে তাঁরা জানতে পারেন, চোরাকারবারি সন্দেহে বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। তাঁর লাশ ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবির বাল্লা কম্পানি কমান্ডার বলেন, মরদেহ এলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, তিন দিন আগে জহুর আলী বাড়ি থেকে নিখোঁজ হন। ভারতে পাওয়া মরদেহটি জহুর আলীর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>