<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিব্বতের প্রত্যন্ত পার্বত্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৫ জন মারা গেছে। ১৩০ জনেরও বেশি আহত হয়েছে। ভারত, নেপাল ও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্প হয়েছে ৭.১ মাত্রার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার তিব্বতের স্থানীয় সময় সকাল ৯টা পাঁচ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। অন্তত ৯৫ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত প্রত্যন্ত ডিংরি কাউন্টির সোগো শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত একাধিকবার আফটারশক অনুভূত হয়। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ডিংরি কাউন্টি ও তার আশপাশের এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শিগেইসের অবস্থা খুবই খারাপ। প্রচুর বাড়ি ভেঙে রাস্তায় পড়ে আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেপালের রাজধানী কাঠমাণ্ডুর বাসিন্দারাও এই ভূমিকম্প খুব ভালোভাবে টের পায়। তারাও ঘরের বাইরে বেরিয়ে আসে। ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমিকম্পের উৎপত্তিস্থলের ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে তিনটি শহর ও ২৭টি গ্রাম রয়েছে। শিগেইস বিভাগের ডিংরি কাউন্টিতেই বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে। ডিংরির চাংসুও শহরে টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। শিগেইস বিভাগের লোকসংখ্যা প্রায় আট লাখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিগেইস বিভাগের কেন্দ্রীয় শহর শিগেইস তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর, এটি শিগাৎসি নামেও পরিচিত। লাসার দক্ষিণ-পশ্চিমের শহরটি তিব্বতের দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে বিবেচনা করা হয় এবং পাঞ্চেন লামার বাসস্থান সেখানে। ভূমিকম্পে হিমালয় পর্বতমালার নিকটবর্তী এই শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে ভূমিকম্প অনুভূত</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসের প্রথম সাত দিনে বাংলাদেশে দুইবার ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্প ছিল তীব্র ধরনের। আর ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। দুই ভূমিকম্পের অভিন্ন বৈশিষ্ট্য হলো, দুটোরই উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে। গতকালেরটির উৎপত্তিস্থল চীনের জিজাং এলাকা। আর ৩ জানুয়ারির ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের হোমালিন নামের একটি স্থান। সূত্র : ডয়চে ভেলে, বিবিসি</span></span></span></span></span></p>