<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রসফায়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করে হত্যার অভিযোগ দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দুটি অভিযোগ দাখিল করেন বিএনপির মো. সালাউদ্দিন খান পিপিএম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বিএনপির গুম, খুন তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। অভিযোগ দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পতন পর্যন্ত সাড়ে ১৫ বছরের শাসনামলে বিএনপির দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে নিয়ে হত্যা ও ১৫৩ জনকে গুম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুমসংক্রান্ত অভিযোগে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে অবৈধ আওয়ামী লীগ সরকারের প্রধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ও কিছু অতি উৎসাহী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অপহরণ-পূর্বক গুম করে হত্যা এবং এখন পর্যন্ত অনেককেই গুম করে রাখা হয়েছে। বিএনপির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৫৩ জনকে গুম করে হত্যা ও অপহরণপূর্বক গুম করে রাখা হয়েছে। এ গুমসংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত করে মামলা গ্রহণের ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই সময়কালের কথা উল্লেখ করে ক্রসফায়ারসংক্রান্ত অভিযোগে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবৈধ আওয়ামী লীগ সরকার প্রধানের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য দমন, নিপীড়ন, নির্যাতন করে বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য এবং দল থেকে লোকজন বিচ্ছিন্ন করার জন্যই ক্রসফায়ারের নামে জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। এতে মোট দুই হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত করে ন্যায়বিচারের ব্যবস্থা করতে দাবি জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগে জেলাভিত্তিক ক্রসফায়ারের তালিকা ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ঢাকা মহানগর এলাকায় ৫২ জন, নারায়ণগঞ্জে ১৫ জন, গাজীপুরে ২১ জন, ঢাকার বিভিন্ন এলাকায় আটজন, নরসিংদিতে ১১ জন, টাঙ্গাইলে ১৫ জন, মুন্সীগঞ্জে ২৬ জন, ফরিদপুরে ২৭ জন, নেত্রকোনায় পাঁচজন, ময়মনসিংহে ৫৪ জন, জামালপুরে ১১ জন,  শরিয়তপুরে আটজন,  কিশোরগঞ্জে সাতজন, রাজবাড়ীতে ১১ জন, সাতক্ষীরায় ৫১ জন, চুয়াডাঙায় ১৬ জন,  যশোরে ৮৮ জন, খুলনায় ৫৪ জন, মেহেরপুরে ৩৭ জন,  মাগুরায় ১১ জন, নড়াইলে আটজন, বাগেরহাটে ২৮ জন, কুষ্টিয়ায় ৬২ জন, ঝিনাইদহে ৫৯ জন, নাটোরে ২১ জন, রাজশাহীতে ৩৩ জন, রাজশাহী মহানগর এলাকায় ৪৩ জন, জয়পুরহাটে ২৬ জন, পাবনায় ৮৮ জন,  চাঁপাইনবাবগঞ্জে ২৯ জন, সিরাজগঞ্জে ৪২ জন, বগুড়ায় ১৭ জন, ফেনীতে ৫৭ জন,  নোয়াখালীতে ৫৪ জন, চট্টগ্রামে ১০৪ জন, চট্টগ্রাম মহানগর এলাকায় ১৯ জন, কক্সবাজারে ২০০ জন, খাগড়াছড়িতে পাঁচজন, ঝালকাঠিতে দুজন, মাদারীপুরে ছয়জন ও শেরপুরে একজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ দায়েরের পর মো. সালাউদ্দিন খান সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত সাড়ে ১৫ বছরের শাসনামলে বিএনপিকে নিশ্চিহ্ন করতে যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকসহ দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে নিয়ে হত্যা করেছে। শুধু তা-ই নয়, অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে বিএনপির একের পর এক নেতাকর্মীকে গুম করেছে। এখন পর্যন্ত  ১৫৩ জনকে গুমের খবর আমাদের কাছে আছে। তাদের মধ্যে অনেকে এখনো গুম আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী নুরুল ইসলাম জাহিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় এসেছি। বাংলাদেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, গুম-ক্রসফায়ারের যারা শিকার হয়েছে, তারা এবং তাদের পরিবার যেন ন্যায়বিচার পায়, সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। বিএনপি গুম-ক্রসফায়ারের শিকার ব্যক্তি-পরিবারের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে। আগামীতে এই দেশে যাতে এ ধরনের স্বৈরশাসক তৈরি না হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দুই অভিযোগ দায়েরের পর তা গ্রহণের কথা নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ কালের কণ্ঠকে জানান, এ পর্যন্ত মোট ২৩৫টি অভিযোগ জমা পড়েছে প্রসিকিউশনে। তার মধ্যে গুমের অভিযোগ ৭৮টি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>