<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে থেকেই ঢাকার বাতাসের মান শোচনীয়। মৌসুম শুরু হওয়ার পর ঢাকার বাতাস ধারাবাহিকভাবে দূষিত বা অস্বাস্থ্যকর থাকছে। বাতাসের মান বিবেচনায় কোনো কোনো দিন ঢাকা বিশ্বের দূষণের শহরগুলোর মধ্যে শীর্ষে উঠে যাচ্ছে। তার পরও বাযুদূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন পরিস্থিতি নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করে সাত দিনের মধ্যে বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ঢাকার বায়ুদূষণ রোধে পাঁচ বছর আগে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।   </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসংক্রান্ত আবেদনে শুনানির পর গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনজিল মোরসেদ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৯ দফা নির্দেশনা অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়ায় বায়ুদূষণের মাত্রা দু-এক বছর কিছুটা কমে আসে। কিন্তু পরবর্তী সময়ে সেসব পদক্ষেপ অব্যাহত না রাখা এবং কিছু কিছু নির্দেশনা বাস্তবায়ন না করায় ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা চরম আকার ধারণ করেছে। বায়ুদূষণের দিক থেকে ঢাকা বিশ্বের শহরগুলোর মধ্যে ১ নম্বরে উঠে যাচ্ছে। এ নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করেছেন হাইকোর্ট।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ১১ জন বিবাদীকে আদেশ বাস্তবায়ন করে আগামী ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়ছে বলে জানান মনজিল মোরসেদ।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার বায়ুদূষণ রোধে ২০১৯ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৮ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। ঢাকা শহরে যারা বায়ুদূষণের কারণ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুইবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। রাজধানীর উন্নয়ন ও সংস্কারকাজ চলা জায়গা ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে বলা হয়, যাতে শুষ্ক মৌসুমে ধুলা ছড়িয়ে বায়ুদূষণের মাত্রা বাড়াতে না পারে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুলাবালিপ্রবণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এলাকায় দিনে অন্তত দুইবার পানি ছিটানোর ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সেদিন রুল জারি করেন হাইকোর্ট। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা : ঢাকা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কগুলোর ডিভাইডারে (বিভাজক) শিগগিরই বৃক্ষরোপণ ও সবুজায়ন, টাস্কফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে বায়ুমান গবেষণা ও পরিবেশবিষয়ক নীতি আলোচনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্সরুমে এই সেমিনার হবে।</span></span></span></span></p>