<p>দুদকের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাবেক এপিএস মো. মনির হোসেনের পাঁচ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।</p> <p>গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।</p> <p>জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ভোলার চরফ্যাশনে ৭০ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচ শতাংশ জমি, চরফ্যাশনে দুই কোটি ৮৬ লাখ টাকা মূল্যের আটতলা ভবন, ঢাকার কেরানীগঞ্জে ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাপনাবিহীন পাঁচ কাঠা জমি, নেত্রকোনার মোহনগঞ্জে ১০ লাখ টাকা মূল্যের পাঁচ শতাংশ জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ লাখ টাকা মূল্যের পাঁচ কাঠা প্লট, নেত্রকোনার মোহনগঞ্জে সাড়ে সাত লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমি, রাজধানীর ধানমণ্ডিতে ৮৫ লাখ টাকা মূল্যের দুই হাজার ৭৬০ বর্গফুটের ফ্ল্যাটসহ দুটি কার পার্কিং স্পেস, চরফ্যাশনে ছয় লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯৮ শতাংশ জমি, চরফ্যাশনে আরো ৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের এক একর ৪৮ শতাংশ জমি।</p> <p>এদিন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন তাঁর স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, আসামি মো. মনির হোসেন ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রেখেছেন। তাঁর নিজ নামে ব্যাবসায়িক প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠান এবং নিজ নামে ব্যবহূত ব্যাংক হিসাবে মোট ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেছেন।</p> <p> </p>