<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শেখ হাসিনার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তিনি নিজ এবং পরিবারের অন্য সদস্যদের মালিকানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন। সর্বোচ্চ পদাধিকারী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ নামে, তাঁর পুত্র-কন্যা, বোন ও বোনের পুত্র-কন্যার নামে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যদিকে জয়ের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তিনি নিজ এবং পরিবারের অন্য সদস্যদের মালিকানায় রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন। এ ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট গণকর্মচারীদের প্রভাবিত করে তাঁর পুত্র জয়ের নামে প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছেন। এ মামলায় জয় ও শেখ হাসিনা ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ১৩ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে গত ১২ ও ১৩ জানুয়ারি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা সিদ্দিক, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক (ববি) এবং মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে পৃথক চারটি মামলা করা হয়। প্রতিটি মামলায় শেখ হাসিনাকে এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে সহযোগী আসামি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টেরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>