<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল মঙ্গলবার ও সোমবার দেশের নানা প্রান্তে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয়জন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও রয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাবি প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সোমবার দুপুরে রাজশাহীর বারো রাস্তার মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, সোমবার দুপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে রাজশাহী মহানগরীর বারো রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এতে মাথায় ও হাতে গুরুতর আঘাত পান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি ডিপ কোমায় চলে যান এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উল্লেখ্য, তিনি ২০১২ সালে রাবির বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আহমদ ছফার কথাসাহিত্য</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক গবেষণা গ্রন্থসহ তাঁর বেশ কিছু প্রবন্ধ গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাঘা (রাজশাহী) প্রতিনিধি জানান, বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতরা হলো নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রাম সাজির বটতলা এলাকায় পৌঁছলে অন্য দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায় তারা দুজন। এ সময় আখবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা। পরে রামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বগুড়া অফিস জানায়, বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিরঞ্জন সরকার (৬৫) নামের এক ট্রাকচালক নিহত হন। সোমবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন নাটোরের সিংড়া সরকারপাড়া এলাকার প্রিয়নাথ সরকারের ছেলে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পৌরসভার ট্রাক্টরচাপায় প্রতিষ্ঠানটির এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তিনি হলেন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে মো. আল-আমিন মিয়া। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক আরিফুল ইসলাম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উপজেলার  বোর্ডঘর এলাকার মা সিএনজি পাম্পের সামনে। নিহত অটোরিকশাচালক আরিফুল ইসলাম (৩৬) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সোলাতাইল গ্রামের ফরিদ সরকারের ছেলে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>