কুমিল্লায় তিনজনসহ চার জেলায় সাত লাশ উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কুমিল্লায় তিনজনসহ চার জেলায় সাত লাশ উদ্ধার

কুমিল্লার তিন উপজেলায় ইনস্যুরেন্সকর্মীসহ এক দিনে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত জেলার সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

এ ছাড়া নোয়াখালী, নরসিংদী ও ঢাকার সাভার থেকে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খাল থেকে গতকাল সকালে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, লাশটির গায়ে একটি জ্যাকেট ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা রক্ত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

লাকসাম উপজেলার ড্রিমল্যান্ড হোটেল থেকে আলতাফ হোসেন (৩৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি প্রগতি ইনস্যুরেন্সে চাকরি করতেন বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।

অপরদিকে মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী।

রবিবার রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার এসআই ইমন হোসেন। তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। এত রাতে তিনি কেন এখানে এলেন, কিভাবে তাঁর মৃত্যু হলো তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত দিন পর ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানার পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি সকালে বাড়ির উঠান থেকে মেয়াদুল নিখোঁজ হয়। গতকাল বিকেলে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগ্নের মরদেহ ভাসতে দেখেন।

নরসিংদী : রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকাসংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যার পর করিমপুর নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার।

নিহত হাবি মিয়া (৪৫) নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রলারচালক।

সাভার (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আশুলিয়ার কুমকুমারী এবং বিকেলে ডেণ্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ।

নিহতদের মধ্যে একজনের নাম নারগিছ (৩০)। তিনি ঠাকুরগাঁওয়ের সদর থানার কালিতলা চৌদ্দহাত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও বিদ্যুৎ মণ্ডল হারুনের স্ত্রী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা ও নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লা ও নাঙ্গলকোট প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে পাশাপাশি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে উভয় গ্রুপের সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তিনি বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী। সেলিম ভূঁইয়া হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোট উপজেলা সদরে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সেলিম ভূঁইয়ার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, গতকাল বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের আয়োজনে কর্মিসভার আয়োজন করা হয়।

কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অন্যদিকে একই সময় পাশের পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে সমাবেশ আয়োজন করা হয়। পাশাপাশি এলাকায় সমাবেশকে কেন্দ্র করে বাঙ্গড্ডা বাজারে উভয় গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১১ নেতাকর্মী আহত হন।
তাঁদের মধ্যে গুরুতর আহত সেলিম ভূঁইয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, রায়কোট ইউনিয়নের বাসণ্ডা গ্রামে আমাদের এক কর্মীর বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুরে দাওয়াত খেতে যাই। বিকেল ৩টার দিকে সেখান থেকে ফেরার পথে বাঙ্গড্ডা বাজার এলাকায় আমার নেতাকর্মীদের মোটরসাইকেলের গতি রোধ করে হামলা চালায় মোবাশ্বেরের লোকজন। আমি পরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমার নেতাকর্মীদের সঙ্গে আজ কারো হামলার ঘটনাই ঘটেনি।

আমি বিকেল সাড়ে ৪টায় কর্মিসভাস্থলে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে বক্তব্য দিয়ে সাড়ে ৫টায় স্থান ত্যাগ করি।

উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি দাওয়াতে ছিলাম আমরা। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার : নাঙ্গলকোটে মুক্তিবাড়িসংলগ্ন ব্রিজের নিচ থেকে শাহরিয়ার আহমেদ পলয় নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পলয় (২১) পৌরসভার নাঙ্গলকোট গ্রামের মুক্তিবাড়ির সামছুল হকের ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মায়ের জন্য ওষুধ আনতে বাইরে যান পলয়। পরে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলেন। রাত গভীর হওয়ার পর পলয় বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাত আনুমানিক পৌনে ২টার দিকে বাড়ির পাশে ব্রিজের নিচে তাঁর মরদেহ দেখতে পান তাঁর মা জহুরা বেগম। পলয়ের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

রাজধানীতে সন্তান খুনে মা গ্রেপ্তার দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে সন্তান খুনে মা গ্রেপ্তার দায় স্বীকার

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় শিশুকন্যাকে হত্যার অভিযোগে গত শুক্রবার তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে গতকাল শনিবার তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

মৃত শিশুটির নাম আয়না নূর ইসলাম (৪)। এ ঘটনায় ছয় মাস বয়সী আরেক শিশু আহত হয়।

শিশুর বাবা এ ব্যাপারে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন কালের কণ্ঠকে বলেন, শুক্রবার বিকেলে বনশ্রী এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শিশুটির মায়ের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গুলজার তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

 

জানা গেছে, স্বামী আতিকুল ইসলামের কাছে নারায়ণগঞ্জ যেতে টাকা চান শিশুর মা তাসনিয়া চৌধুরী। এ নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন তাসনিয়া। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি। এ সময় ছেলেটিকেও চর-থাপ্পড় মারেন।

পরে স্বজনরা আয়নাকে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়া চৌধুরীকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য

‘জয় বাংলা’ বলে আ. লীগ কর্মীদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘জয় বাংলা’ বলে  আ. লীগ কর্মীদের লিফলেট বিতরণ

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকায় গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। পথে বিভিন্ন মানুষের হাতে লিফলেট দিচ্ছেন, আর জয় বাংলা বলছেন। কেউ কেউ আবার এসবের ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। গতকাল সকালে একই দৃশ্য দেখা গেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রথম দিনের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত লিফলেট বিতরণ চলবে।

মোহাম্মদপুর একালায় প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগের উপকমিটির সদস্য প্রকৌশলী সঞ্জীব ইসলাম আপেন্দী, মাহাবুব খান, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রুমন সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও ছাত্রলীগের সাবেক উপসম্পাদক তড়িৎ চৌধুরী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কর্মসূচি চলছে জানিয়ে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ (গতকাল) থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে (গতকাল) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।

তবে সরকারের তরফে বলা হয়, আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণের কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান, হাসান আহমেদ খানসহ অন্যরা অংশ নেন।

মন্তব্য
বিশ্ব ইজতেমা

আজ প্রথম ধাপের আখেরি মোনাজাত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
আজ প্রথম ধাপের আখেরি মোনাজাত

রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রবিবার। সকাল ৯টায় তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরব্বি, আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকারের মধ্য দিয়ে গতকাল শনিবার প্রথম ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমার ইতিহাসে এবারই প্রথম তিন পর্বে তিনটি আখেরি মোনাজাত হচ্ছে।

দুই পক্ষের বিরোধের কারণে প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। প্রথম দুই পর্বে অংশ নেবেন শুরায়ে নেজামের তত্ত্বাবধানে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা। শেষ পর্বে অংশ নেবেন মাওলানা সাদ আহমাদ কান্ধলভীপন্থী মুসল্লিরা।

জানা গেছে, আজ আখেরি মোনাজাত শেষে আগত মুসল্লিরা ময়দান ত্যাগ করবেন।

পরে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই পক্ষের অবশিষ্ট মুসল্লিদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এরপর মাওলানা সাদ আহমাদের অনুসারীরা ময়দানে প্রবেশ করে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি তাঁদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

মুসল্লিদের উদ্দেশে বয়ান : গতকাল শনিবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ।

সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়। ওলামাদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদরাসার ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা এবং বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহায়ের।

তারপর বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আজ রবিবার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। এরপর হেদায়েতি বা নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সব শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

মূল বয়ানগুলো উর্দু বা হিন্দি ভাষায় হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে একজন মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।

মাওলানা মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহর আগমন : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গতকালই ইজতেমা ময়দানে উপস্থিত হন। বিকেল ৩টা ৪০ মিনিটে বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে প্রবেশ করেন তাঁরা। ময়দানে তাঁদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তাঁরা মুসল্লিদের সঙ্গে খাওয়াদাওয়া করেন। এরপর তাঁরা ইজতেমা ময়দান ঘুরে দেখেন।

চিকিৎসাসেবা : টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গতকাল বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১৭০ জন মুসল্লি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এঁদের মধ্যে ৯ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ১৪ জনকে টঙ্গীতেই ভর্তি করা হয়েছে। এ ছাড়া ইজতেমাস্থলের আশপাশে ২২টি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কয়েক হাজার মুসল্লি বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ : ইজতেমার প্রথম পর্বে গতকাল পর্যন্ত  ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, জর্দান, যুক্তরাজ্য, ভুটান, নেপাল, মালদ্বীপ, ইরান, সৌদি আরব, কানাডা, স্পেন, ইন্দোনেশিয়া, কাতার, বাহরাইন, দুবাইসহ প্রায় অর্ধশত দেশের দুই হাজারেরও বেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। এ তথ্য জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

যৌতুকবিহীন বিয়ে : গতকাল বাদ আসর ৬৩ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

আরো ২ মুসল্লির মৃত্যু : গতকাল শনিবার বিকেল পর্যন্ত বিশ্ব ইজতেমায় আগত আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার ইয়াকুব আলী (৬০) এবং একই জেলার সদর থানার রামনগর গ্রামের মোহাম্মদ রমিজ উদ্দিন (৫৫)। এ নিয়ে ইজতেমায় প্রথম পর্বে মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হলো।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ