<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূল্যস্ফীতির পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ঘনীভূত হওয়ার আগেই শ্রমিক অসন্তোষ প্রশমিত করা অন্তর্বর্তী  সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার সময় এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে অর্থ উপদেষ্টা এক উপস্থাপনা তুলে ধরে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বাংলাদেশে ফিরে এসেছে। তার মানে আমরা বলতে পারি, সামষ্টিক অর্থনীতিকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছি। আমাদের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার, যা এখন সাড়ে তিন মাসের আমদানি খরচ পূরণ করতে পারবে। রিজার্ভের অবস্থা সামনে আরো ভালো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপস্থাপনায় বলা হয়, গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্প মেয়াদে অর্থনীতি কিছুটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও এর মধ্যে অন্তর্বর্তী সরকারের করা মুদ্রানীতি ও রাজস্বনীতির ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। মূল্যস্ফীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও জানুয়ারিতে ১০ শতাংশে নেমেছে। আগামী জুনে ৮ শতাংশে নামবে। বৈদেশিক খাতও স্থিতিশীল হয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপস্থাপনায় অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয়ে বলা হয়, দ্রুত সরবরাহ ব্যবস্থায় বিদ্যমান ত্রুটি নিরসন সম্ভব হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুনরায় অর্থনীতিতে গতি ফিরবে। অন্তর্বর্তী সরকারের জন্য আর্থিক খাতের দুর্বলতা এবং শ্রমিক অসন্তোষ স্বল্প মেয়াদে অন্যতম ঝুঁকির উত্স হতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে বলা হয়, বেক্সিমকোর শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ করে সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া যেতে পারে। শ্রমিক অসন্তোষের বিরূপ প্রভাব প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যথাযথ মনিটরিং প্রয়োজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পের চ্যালেঞ্জের বিষয়ে বলা হয়, যেসব কারখানার মালিক পলাতক আছেন বা দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বিদেশে চলে গেছেন তাঁদের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত বেতন-ভাতা দিতে না পারায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শিল্পাঞ্চলে প্রায়ই শ্রমিক অসন্তোষ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনের মতো ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর্থিক খাতের করণীয় নিয়ে উপস্থাপনায় বলা হয়, দ্রুত সম্পদ পর্যালোচনা সম্পাদন করে ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাই করা উচিত। এরপর ব্যাংকের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনে একীভূতকরণ এবং অধিগ্রহণে পদক্ষেপ নেওয়া দরকার। দেশের অর্থপাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে আন্তর্জাতিক তত্পরতা জোরদার করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপস্থাপনায় বলা হয়, গত পাঁচ মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের মতো। আমদানির প্রবৃদ্ধিও হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। মূল্যস্ফীতি একসময় ১২ শতাংশ পর্যন্ত উঠে গিয়েছিল, পয়েন্ট টু পয়েন্ট হিসাবে সেটি আবার ৯ শতাংশে এসেছে। সুদের হার উচ্চ করা হয়েছিল, বিশ্বে এটাই স্বীকৃতি পদ্ধতি যে সুদের হারকে উচ্চ করে মূল্যস্ফীতি কমানো। সরকার কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে এসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূল্যস্ফীতি কমাতে করণীয়</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুদ্রানীতি ও রাজস্বনীতির আওতায় চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সরবরাহব্যবস্থায় বিদ্যমান ত্রুটির ফলে তা নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সরবরাহব্যবস্থার কাঠামোগত ত্রুটি নিরসনে দীর্ঘ সময়ের প্রয়োজন। মূল্যস্ফীতি কমিয়ে আনতে পণ্য সরবরাহ চেইনের সব স্তরের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে বিভাগীয় ও জেলা পর্যায়ে আগামী এক মাসে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার। হিমাগারসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, পেঁয়াজ, তেল, আলু ইত্যাদি) গুদাম নিবিড় পরিবীক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করা উচিত। প্রয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণ করার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। কৃষি উত্পাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার, বীজ ও পরামর্শ সেবা নিশ্চিত করা প্রয়োজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার কাছে খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি এবং গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলা হয়, চলতি অর্থবছরে দুই দফা ভয়াবহ বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় আউশ ও আমনের উত্পাদন লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ৯.৫৫ লাখ এবং ৩.৫৮ লাখ টন কম হয়েছে। সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মোট কার্যকরী মজুদ সক্ষমতা ২১ লাখ ৩৪ হাজার ৫৩৮ টন। তবে বর্তমানে খাদ্যশস্যের মজুদ রয়েছে প্রায় ১৩ লাখ টন, যা বিগত অর্থবছরের তুলনায় ২৩.৬ শতাংশ কম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলা হয়, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরে আরো ৯ লাখ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরিয়া সারের স্টক প্রায় আট লাখ টনে উন্নীত করা হয়েছে, যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সারের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভর্তুকি দেওয়া অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাদ্যবান্ধব কর্মসূচি বাবদ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে আট হাজার ৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলত ওএমএস, টিসিবি খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া অধিকতর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় সম্পর্কে বলা হয়, কৃষি উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত চাষিদের ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করা, মাঠ পর্যায়ে উত্পাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যকর পদ্ধতি দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। এ ক্ষেত্রে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য উপায়ে যেসব ব্যবসা সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা অনুসরণে চাষিদের জন্য একটি ব্যবসা মডেল তৈরি করার বিষয়টি বিবেচনা করা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাল, ডাল, তেল, আলু ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বার্ষিক চাহিদা দেওয়ার সঙ্গে বর্তমান মজুদের তুলনাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে মধ্যমেয়াদি চাহিদার প্রক্ষেপণ এবং এসব পণ্য সরবরাহের রূপরেখা তৈরি করা।</span></span></span></span></span></p>