ডাকাতি-দস্যুতা থামছেই না

মোবারক আজাদ
মোবারক আজাদ
শেয়ার
ডাকাতি-দস্যুতা থামছেই না

রাজধানীসহ সারা দেশে বাসাবাড়ি ও সড়ক-মহাসড়কে ডাকাতি ও দস্যুতা কিছুতেই থামছে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা উদ্যোগেও তারা বেপরোয়া। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছর ডাকাতির ঘটনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রায় এসব অপরাধমূলক ঘটনা ঘরমুখো মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে হাইওয়ে পুলিশ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর ডাকাতি-দস্যুতার অভিযোগে মোট এক হাজার ৯০২টি মামলা হয়। প্রতি মাসে গড়ে ১৫৯টি মামলা। চলতি বছর এসব ঘটনায় প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ৪৬৯টি মামলা হয়।

প্রতি মাসে গড়ে ২৩৫টি মামলা। ২০২৩ সালে প্রতি মাসে গড়ে ১২৯টি মামলা হয়।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ডাকাতি-দস্যুতার অভিযোগে যত মামলা হয়, প্রকৃত ঘটনা আরো বেশি। কারণ অনেকে হয়রানি ও ভোগান্তির কথা ভেবে ডাকাতি বা দস্যুতার শিকার হলেও পুলিশের কাছে যেতে চান না।

তাই এসব ঘটনার সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।

সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এ নিয়ে পরিবহন খাতের অনেকে উদ্বেগ প্রকাশ করছেন; বিশেষ করে ঈদে রাতে দূরপাল্লার বাসে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা বেশি।

সর্বশেষ গত সোমবার রাতে সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস আটকে যাত্রীদের মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয় ডাকাতরা। এ সময় দুটি পণ্যবাহী ট্রাক ও মোটরবাইকে ডাকাতি হয়েছে। বেতাগী উপজেলার চান্দুখালী বাজারের পূর্ব বকুলতলী নামক এলাকার ঢাকা-বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কে এসব ঘটনা ঘটে।

একই রাতে পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে কাতারপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উপজেলার ধানখালী গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

একই দিন রাত ৮টায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা লুটে নেয়।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সারা দেশের মহাসড়কে ডাকাতির ঘটনায় এক হাজার ৪০০ জনের একটি তালিকা করা হয়েছে। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২০ বছরে মহাসড়কে ডাকাতির বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিরা এই তালিকায় রয়েছে। তালিকায় থাকা প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) শফিকুল ইসলাম।

গবেষণা ও সচেতনতামূলক প্রতিষ্ঠান সেভ দ্য রোডের তথ্য মতে, গত আট মাসে সড়ক, রেল ও নৌপথে চার হাজার ৫০৫টি ছিনতাই এবং ২৫৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু সড়কপথে এক হাজার ৮৬৮টি ছিনতাই আর ১১৩টি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন ১৬৮ জন। এ ছাড়া ফুটপাত বা চলার পথে দুই হাজার ৪৩২টি ছিনতাই ও ৩৫টি ডাকাতির ঘটনায় এক হাজার ১৭ জন আহত এবং একজন নারীসহ দুজন নিহত হয়েছেন।

সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, ঈদ ঘিরে রাজধানী থেকে বিভিন্ন জেলায় একটি বাস দিনে অন্তত তিনটি করে ট্রিপ দিচ্ছে। এবার ডাকাত আতঙ্ক নিয়েই যাত্রীসেবা দিতে হবে। এ অবস্থায় সড়ক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা যথেষ্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সম্প্রতি আয়োজিত এক আন্ত মন্ত্রণালয় সভায় মহাসড়কে ডাকাতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

ওই সভায় জানানো হয়, মহাসড়কে সবচেয়ে বেশি ডাকাতি হয় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে; বিশেষ করে প্রবাসী যাত্রীরা যেসব বাসে ওঠেন, ওই বাসগুলো বেশি মাত্রায় ডাকাতির কবলে পড়ে।

বাস মালিক সমিতি বলছে, যাত্রীবেশে ডাকাতরা বাসে উঠে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর, ঢাকা-রাজশাহীসহ দূরপাল্লার বিভিন্ন রুটে রাতের বেলা যাত্রী কমে গেছে।

পরিবহন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই গণপরিবহনে ডাকাতির ভয় রয়েছে। শুধু যে মহাসড়কে ডাকাতির ভয়, বিষয়টি এমন নয়। জেলা-উপজেলা পর্যায়ে আঞ্চলিক সড়কেও গণপরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে যাত্রীরা নিরাপত্তাহীনতায় পড়বেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, হাইওয়ে পুলিশসহ আমরা কাজ করছি, কিভাবে ঈদ যাত্রা নিরাপদ করা যায়। যাত্রীদেরও সচেতন থাকতে হবে। আশপাশের কোনো যাত্রীকে সন্দেহজনক মনে হলে আগে থেকেই হাইওয়ে পুলিশকে তথ্য দেওয়া অথবা কৌশলে চালক বা সহকারীকে তথ্য দিলে সুযোগমতো টহল পুলিশের সামনে বাস দাঁড় করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা গতকাল কালের কণ্ঠকে বলেন, মহাসড়কে ডাকাতি-দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। নতুন করে ৭০০ ফোর্স বাড়ানো হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। একটি অ্যাপসের মাধ্যমে টহল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিন হাজার ৯০০ কিলোমিটার মহাসড়কে সাড়ে তিন শতাধিক টহলদল কাজ করছে।

২৬ থেকে ২৯ মার্চ মহাসড়কে চাপ বেশি থাকবে জানিয়ে তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তা ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক হাজার ৪০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এক হাজার ৩৫০ ক্যামেরা চালু আছে। ঢাকা-মাওয়া সড়কে সড়ক কর্তৃপক্ষের স্থাপিত ক্যামেরার সার্ভারে কানেকশন নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাজধানীতে ডাকাতিসহ নানা অপরাধ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। বিশেষ করে ঈদ ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থনে রয়েছে পুলিশ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

    তিন জেলায় আরো তিন খুন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া, কটিয়াদী ও ভেদরগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ও গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৪৩)।

গতকাল বুধবার ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। বাড়ির অদূরেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলা ও দুই পৌর কমিটি ঘোষণা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। গতকাল বুধবার  বারইয়ারহাট পৌর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাবেদ (৪৫) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরএফএল গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।

গত ২৪ মার্চ সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌর ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে সকাল থেকে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় বিএনপির দুই পক্ষ অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে জাবেদ নিহত হন।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরব আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আরব আলী ওই গ্রামের মতিউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামের এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা পান হাসান। টাকা ফেরত দিতে টালবাহানা করায় দুই পক্ষ মঙ্গলবার ইফতারের পর সালিসে বসে। সালিসে আলমের পক্ষে আরব আলী এবং হাসানের পক্ষে ফারুক নেতৃত্ব দেন। সালিস চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আরব আলী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল  সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে নিজ দোকানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নুরুল ইসলাম মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। সরফভাটার ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে দোকানে বসে ছিলেন নুরুল। হঠাৎ একদল সন্ত্রাসী তাঁর ওপর  হামলা চালায়।

শরীয়তপুর : ভেদরগঞ্জ উপজেলার বারৈজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান গাজী গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে যান। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দরজা খুলতেই স্ত্রীর গলা কাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

মন্তব্য

বাড়ি ফেরার অপেক্ষায় তামিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বাড়ি ফেরার অপেক্ষায় তামিম
তামিম ইকবাল

সাভার থেকে গত মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। এবার বাড়ি ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এমন তথ্য জানিয়েছেন তামিমের চাচা আকরাম খান।

গতকাল বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকরাম বলেন, এখন এভারকেয়ার হাসপাতালে আছে।

ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। এখন যে অবস্থায় আছে, এমন যদি থাকে তাহলে দু-তিন দিন পর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারব। অর্থাৎ তামিম এখন অনেকটাই সুস্থ। তবু হাসপাতালে তাঁকে দেখার জন্য ভিড় করছে তাঁর সতীর্থ, ক্রিকেটাঙ্গনের মানুষ।

হার্টে রিং লাগানোর পর ৪৮ ঘণ্টা কেটে যাওয়ায় তামিমকে নিয়ে এখন তেমন কোনো শঙ্কা নেই বলে জানান আকরাম। যদিও চিক্তামুক্ত থাকতে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। আকরাম বলছিলেন, রিং লাগানো হয়ে গেছে। এখন আমরা পারিবারিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

চিন্তা রাখতে চাচ্ছি না।

হাসপাতালে থাকলেও তামিম স্বাভাবিকভাবে হাঁটাচলা, খাওয়াদাওয়া এমনকি কথাবার্তাও বলছেন বলে জানা গেছে। অথচ গত সোমবার এই ক্রিকেটারকে বাঁচানো যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। তখনকার অবস্থা তুলে ধরেন আকরাম, আমি যখন খবরটা পেয়েছি, খুবই খারাপ ছিল সেটা। আমাকে বলা হলো, তামিম আর বেঁচে নেই।

এটা কল্পনা করতে পারিনি। কোনো দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এত অল্পবয়সী ছেলে। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন। বললেন, রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। তখন একটু স্বাভাবিক হয়েছি।

এক মাস পর তামিমের মাঠে ফেরার আশা করছেন আকরাম, সে এক মাস পর স্বাভাবিক হয়ে যাবে। এমনকি এখনো স্বাভাবিক আছে। ডাক্তার আমাকে বলেছেন, এক মাস পর সাধারণ জীবনযাপনে চলে আসতে পারবে।

 

 

 

মন্তব্য

নদীদূষণ

শেয়ার
নদীদূষণ
রাজধানীর ওয়াসার স্যুয়ারেজ লাইন থেকে নির্গত বর্জ্যে বুড়িগঙ্গার পানি যেমন দূষিত হচ্ছে, তেমনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে রাসায়নিক বর্জ্য পড়েও দূষিত হচ্ছে নদীর পানি। সম্প্রতি তোলা। ছবি : শেখ হাসান
মন্তব্য

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

একই সঙ্গে ভারতে সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, কমিউনিস্টশাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করেছে।

সে কারণে ভিয়েতনামকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন।

বিশ্লেষকরা বলছেন, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। সে কারণেই ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন ফেডারেল সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় র-এর ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না, তা জোর দিয়েই বলা চলে।

প্রতিবেদনে বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা বেশি বেশি সন্তান নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।

সূত্র : গালফ নিউজ

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ