<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরে অবস্থিত বর্তমান রাঙামাটি সদর জেনারেল হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করে তবলছড়ির পুরনো স্থাপনা থেকে স্থানান্তরিত হয় ১৯৮৩ সালে। কিন্তু রাঙামাটি জেলা সদরে অবস্থিত একমাত্র সরকারি এই হাসপাতালের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। বর্তমানে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালটি ১০০ শয্যার হলেও রোগীর সংখ্যা প্রায় দুই থেকে তিন গুণ বেশি। পর্যাপ্ত আসনের অভাবে অনেক রোগী ফ্লোরে কিংবা বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, যা দুর্গম বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য অমানবিক ভোগান্তি সৃষ্টি করছে। হাসপাতালের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ, অপরিচ্ছন্ন টয়লেট ও বাথরুম এবং উন্নত অ্যাম্বুল্যান্স সেবার অভাব রোগীদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রয়োজনীয় আসনসংকট, জনবলসংকট, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং যন্ত্রপাতির অভাবের কারণে কর্তৃপক্ষ চিকিৎসাসেবা ও খাবার সরবরাহে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। ফলে রোগীরাও মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রাঙামাটি সদর হাসপাতালের পাশাপাশি উপজেলাগুলোর সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব বিদ্যমান, যা সমগ্র পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য অঞ্চলের মানুষ এখনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেক পিছিয়ে। এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে হাসপাতালের আসনসংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পার্বত্যবাসীর মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুহিন চাকমা</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী</span></span></span></span></p>