বাংলাদেশের বিভাগ বা জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের যে মানের সেবা প্রদান করা হয়, একই মানের সেবা উপজেলা বা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিশ্চিত করা প্রয়োজন। এতে বিভাগীয় বা জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীদের চাপ অনেকটাই কমে যাবে, সবাই ভালো মানের চিকিৎসাসেবা পাবে।
সম্প্রতি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা অবস্থায় খেলার মাঠেই একজন শিক্ষার্থী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যেতে বলেন।