৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্প

মানসম্পন্ন সিমেন্ট সরবরাহের স্বীকৃতিপত্র পেল কিং ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মানসম্পন্ন সিমেন্ট সরবরাহের স্বীকৃতিপত্র পেল কিং ব্র্যান্ড
কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে গতকাল চমৎকার ব্যবসায়িক পার্টনার হিসেবে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপকে স্বীকৃতিপত্র প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ছবি : কালের কণ্ঠ

সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পে (আজমত আলী খান ব্রিজ) সঠিক গুণগত মানসম্পন্ন সিমেন্ট সুষ্ঠুভাবে সরবরাহের জন্য কিং ব্র্যান্ড সিমেন্টকে স্বীকৃতিপত্র দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেড। একই সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে চমৎকার ব্যবসায়িক পার্টনার হিসেবে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপকে স্বীকৃতিপত্র প্রদান করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

স্বীকৃতিপত্র হস্তান্তর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের জেনারেল ম্যানেজার ইউ হুয়াজিন, কূটনৈতিক কর্মকর্তা ও সেক্রেটারি টু জিএম ডু চুয়ান ওয়েন, সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী খান মো. কামরুল আহসান এবং কিং ব্র্যান্ড সিমেন্টের সেলস ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বরে।

কাজ শেষ হয় চলতি বছরের মে মাসে। চীন সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে এর আগে নির্মিত ছয়টি সেতুর কাজে চীন থেকে সিমেন্ট আনা হলেও এই প্রথম কিং ব্র্যান্ড সিমেন্টে এককভাবে সপ্তম মৈত্রী সেতুর নির্মাণকাজ শেষ করা হয়।

মন্তব্য

মোহাম্মদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শয়ন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোহাম্মদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শয়ন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলানগর ও আদাবর এলাকার কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত সোমবার মধ্যরাতে মানিকনগর এভিনিউয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর দুই সহযোগী হৃদয় ও সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান সহযোগী এ বি এম মাহমুদুল বশ্রী ওরফে জন পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

গতকাল মঙ্গলবার ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ন সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দমন-নিপীড়নের ঘটনায় আদাবর থানায় করা একটি মামলায় শয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

মন্তব্য
সংক্ষিপ্ত

মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা

বেশ কিছুদিন ধরে দেশে মব তৈরি (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) করে লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে। এমন কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেয়, সে জন্য সবাইকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়, এরই মধ্যে ওই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশকে হেনস্তার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও করা হয়েছে।

মন্তব্য

পিলখানায় নিহত সেনারা শহীদের মর্যাদা পাবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পিলখানায় নিহত সেনারা শহীদের মর্যাদা পাবেন

রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত সেনা সদস্যদের শহীদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতিবছরের ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে।

তবে এই দিবসে সরকারি ছুটি থাকবে না।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এবার শহীদের মর্যাদা পেতে যাচ্ছেন।

মন্তব্য

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডেমরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে হত্যার পর স্বর্ণার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

বরগুনা সদর উপজেলার বালিয়াতলা গ্রামের জামাল হোসেনের মেয়ে স্বর্ণা।

তার মা জেসমিন আক্তার বলেন, রাহাত (মেয়ের স্বামী) আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করত। রাতে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। মৃতের বড় বোন বন্যা আক্তার জানান, তাঁর বোন স্বর্ণা গার্মেন্টসে কাজ করত। স্বর্ণার স্বামী রাহাতুল হাসান রাহাত একটি কাপড়ের দোকানে কাজ করেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ